1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ১২:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
ভারতের বিরুদ্ধে কঠোর অবস্থানে ট্রাম্প প্রশাসন: ইউক্রেন যুদ্ধে অর্থায়নের অভিযোগ গাজায় আরও ১১৯ ফিলিস্তিনি নিহত জুলাই গণ-অভ্যুত্থান দুঃশাসনের বিরুদ্ধে জনতার বিস্ফোরণ-রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ অনুষ্ঠান: ৮ জোড়া ট্রেন কখন-কোথা থেকে ছাড়বে পাইকগাছার সোলাদানায় বিএনপি নেতা ডা. মজিদের গণসংযোগ ও লিফলেট বিতরণ জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে বেনাপোলে জামায়াত শিবিরের গণমিছিল অনুষ্ঠিত খুলনা সিটি কর্পোরেশনের প্রথম বাজেট সভা অনুষ্ঠিত পাইকগাছায় ১৯ মাস পর পরিবারে ফিরলেন মানসিক ভারসাম্যহীন পারুল আক্তার বেনাপোলে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানী পণ্য জব্দ পাইকগাছায় চার ইউনিয়নের জলাবদ্ধতা নিরসনে মানববন্ধন ও প্রতিবাদ সভা নেট-পাটা অপসারণের দাবি

আওয়ামী লীগ সরকার যা করেছে বিএনপি তা করবে না : যুবদল সভাপতি মুন্না

  • প্রকাশিত: সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ১৩৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে স্বাধীন বাংলাদেশে স্বস্তির নিঃশ্বাস ফেলছে বাংলাদেশের মানুষ। ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে গত ৫ আগস্ট বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতার পরও দেশ ও বিএনপি’র বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই। বিচ্ছিন্ন দু-একটি সত্য ঘটনা ব্যতীত বিএনপি’র বিরুদ্ধে ব্যাপক অপপ্রচার হচ্ছে। সে কারণে বিএনপি’র আয়না স্বরূপ যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের সাবধানে রাজনীতি করতে হবে। গণহত্যাকারী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ যা করেছে বিএনপি তা করবে না। পরিবর্তিত পরিস্থিতিতে নিজেদের রাজনীতির ধরণ বদলে জনগনমুখী রাজনীতি করতে হবে। কোনো অবস্থাতেই ছাত্র-জনতার রক্তে অর্জিত গণঅভ্যূত্থানের সুফল থেকে জনগনকে বঞ্চিত করা যাবে না। আমাদের একটি ভুলের জন্য আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের ইমেজ সংকটের সৃষ্টি হয় এমন কোনো কাজ করা যাবে না। আমাদের অনৈক্যের কারণে যেনো গণহত্যাকারী মাফিয়া লুটতরাজকারী আওয়ামী ফ্যাসিষ্টরা রাজনীতিতে পুনর্বাসিত হতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
আমরাই গড়বো আগামীর স্বপ্নের বাংলাদেশ স্লোগানকে সামনে রেখে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের দিকনির্দেশনামূলক যৌথ কর্মীসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সোমবার (১৪ অক্টোবর) বেলা ১২টায় খুলনা মহানগর এবং বিকেল ৩টায় জেলা শাখার পৃথক যৌথসভা খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত হয়। ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এতে সভাপতিত্ব করেন।
প্রধান অতিথির বক্তৃতায় যুবদলের সভাপতি মুন্না আরও বলেন, সারাদেশেই যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল তথা বিএনপি দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি, নিচ্ছি এবং নিবো। দুষ্টু লোকদের স্থান বিএনপিতে হবে না বলে দেশনায়ক তারেক রহমান স্পষ্ট বার্তা দিয়েছেন। আগামীতে জনগনের সরকার প্রতিষ্ঠিত হলে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বেই জাতীয় সরকার প্রতিষ্ঠিত হবে। সে কারণে জনগনের কাছে তারেক রহমানকে শ্রদ্ধার আসনেই রাখতে হবে।
ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ আমানউল্লাহ আমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল হাসান, যুবদলের কেন্দীয় সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাাদক মো. বিল্লাল হোসেন তারেক ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক এসএম কবির।
খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে বেলা ১১টায় মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল এবং বিকেল ৩টায় জেলা যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের কর্মীসভা অনুষ্ঠিত হয়। যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের খুলনা মহানগর ও জেলা ভিত্তিক কর্মীসভা ও গণসংযোগে কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট