1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০৫:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম মুশফিকের শততম টেস্টে ইতিহাসের দোরগোড়ায় বাংলাদেশ লেবাননে ফিলিস্তিন শরণার্থী শিবিরে ইসরাইলি হামলা, নিহত ১৩ সাংবাদিককে তুলে নেওয়ার বিষয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন-প্রধান উপদেষ্টা অজিত দোভালের সাথে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ সশস্ত্র বাহিনী দিবস পালিত হবে যেভাবে বিদ্যুৎ ও জ্বালানি খাতকে এগিয়ে নিতে প্রযুক্তি উদ্ভাবনের বিকল্প নেই-বিইপিআরসি চেয়ারম্যান কেএমপি’র ট্রাফিক বিভাগের উদ্যোগে নগরীর ট্রাফিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারণা কেএমপি’তে ৫৯ তম ব্যাচ টিআরসির ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন

কেমন দেখতে চাই ভবিষ্যতের খুলনা শহর শীর্ষক গোলটেবিল বৈঠক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ২০০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: ‘নগরে ন্যায়সঙ্গত আন্তর্ভুক্তিমূলক উত্তরণ এবং ভবিষ্যৎ খুলনা শহর কেমন দেখতে চাই’ শীর্ষক গোলটেবিল বৈঠক বৃহস্পতিবার দুপুরে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) এর শহীদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম বৈঠকে প্রধান অতিথি ছিলেন। বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট ও সিয়াম যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে অতিথি ও অংশগ্রহণকারীরা বলেন, নগরীর উন্নয়নকাজে নাগরিক সম্পৃক্ততা বাড়াতে হবে। উপযুক্ত পরিকল্পনা প্রণয়ন ও এর কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। নগরীর বেশকিছু মূল সড়কের পাশে থাকা ডাস্টবিন থেকে দিনের বেলাতেও বর্জ্যরে দুর্গন্ধ ছড়ায়। এর থেকে নাগরিকদের রোগাক্রান্ত হওয়ার আশংকা রয়েছে। সকল আবর্জনা রাতের বেলা অপসারণের চেষ্টা করা প্রয়োজন। স্বাস্থ্যকর জীবন-যাপনের জন্য পর্যাপ্ত উন্মুক্ত স্থান তৈরি ও বৃক্ষরোপন করে যথাসম্ভব সবুজায়নের চেষ্টা করা দরকার। যানজট নিরসনে সঠিক পরিকল্পনা প্রস্তুত এবং ইজিবাইক-রিক্সা-সহ অযান্ত্রিক যানের চালকদের ট্রাফিক আইন বিষয়ে প্রশিক্ষিত করতে হবে। নগরীর ফুটপাথ দখলমুক্ত করে পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত রাখার কোন বিকল্প নেই। উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে প্রাকৃতিক পরিবেশ রক্ষার বিষয়গুলো বিবেচনায় রাখতে হবে।

গোলটেবিল বৈঠকে খুলনা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (লজিস্টিকস অ্যান্ড সাপ্লাই) মোল্লা জাহাঙ্গীর হোসেন, সরকারি ব্রজলাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক সেখ মো: হুমায়ুন কবীর, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের নগর পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. তুষার কান্তি রায়, ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোছাঃ শাহীন আখতার পারভীন, কেসিসির প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক) মোঃ আব্দুল আজিজ-সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সমাজকর্মী, এনজিও ও সুশীর সমাজের প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন। বৈঠকে সভাপতিত্ব করেন ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ এর পরিচালক গাউস পিয়ারী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিয়াম এর নির্বাহী পরিচালক অ্যাডভোকেট মোঃ মাছুম বিল্লাহ।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট