বেনাপোল প্রতিনিধি:: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে শার্শা ও বেনাপোল পৌর যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় প্রাংগনে উপজেলা যুবদলের আহবায়ক মোহাম্মদ মোস্তাফিজ্জোহা সেলিমের সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন শার্শা উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব খায়রুজ্জামান মধু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক নাজমুল হোসেন বাবুল। অন্যান্যদের বক্তব্য রাখেন শার্শা উপজেলা বিএনপির সদস্য এ্যাড, মোস্তফা কামাল মিন্টু, যশোর জেলা যুবদলের সহ সম্পাদক রাজন হাওলাদার, যশোর জেলা যুবদলের সদস্য কামাল হোসেন বাবু, শার্শা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সালাহউদ্দিন আহমেদ ও আল মামুন বাবলু, বেনাপোল পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান আসাদ, বেনাপোল পৌর যুবদলের সদস্য সচিব রাহানুজ্জামান দিপু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম মনি, আরংগজেব, কামাল হাসান সবুজ,আব্দুর রশিদ ও শার্শা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুর জুবায়ের শাওন প্রমুখ। তরিকুল ইসলামের মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে শার্শা ও বেনাপোল পৌর যুবদলের প্রস্তুতি সভায় সহস্রাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন। সভা শেষে প্রাণ প্রিয় নেতা তরিকুল ইসলামের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মনিরুজ্জামান।
Leave a Reply