1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৬:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
সার্কের বিকল্প জোট গঠনে চীন-পাকিস্তানের উদ্যোগে যুক্ত বাংলাদেশ আসিফ মাহমুদের অস্ত্রের লাইসেন্স ইস্যুতে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা বেনাপোল সীমান্তে ২৯ লাখ টাকার ভারতীয় বিভিন্ন প্রকারের পন্য জব্দ দিঘলিয়ায় সেনহাটি ইউনিয়ন মহিলা দলের কর্মীসভা অনুষ্ঠিত বেনাপোলে ১২দিন নিখোঁজ মাদ্রাসা পড়ুয়া ছাত্রের সন্ধান মেলেনি শার্শার লক্ষনপুর ইউনিয়নে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত টেকনাফে কোস্টগার্ডের আয়োজনে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী বিতরণ বটিয়াঘাটায় হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার পাইকগাছায় উন্মুক্ত লটারির মাধ্যমে এলসিএস কর্মী নিয়োগ জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আন্দোলন প্রত্যাহার করে নেওয়ায় বেনাপোল বন্দরে আমদানি রফতানি সহ সকল কার্যক্রম শুরু

ইন্টারপোল সম্মেলন শেষে দেশে ফিরেছেন আইজিপি

  • প্রকাশিত: শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ৭৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: যুক্তরাজ্যের গ্লাসগোতে অনুষ্ঠিত ইন্টারপোলে ৯২তম সাধারণ অধিবেশনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম।

শনিবার রাতে দেশে ফিরেছেন তিনি।

আইজিপি সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি জার্মানি, সংযুক্ত আরব আমিরাত, ইতালি, যুক্তরাজ্য, কানাডা, চীন, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, তুরস্ক, কাতার এবং ইন্টারপোলের এইচআরএম বিভাগের কর্মকর্তাদের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন।

এছাড়া এসময় অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের সাথে বাংলাদেশ পুলিশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

বাংলাদেশের পুলিশ প্রধান ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশের আমন্ত্রণে গত ৭ নভেম্বর যুক্তরাজ্যের বার্মিংহামের টালি হো পুলিশ ট্রেনিং কলেজ পরিদর্শন করেন। তিনি সেখানে প্রধান অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের সাথে মতবিনিময় করেন। আইজিপি টালি হো পৌঁছালে ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশের চিফ কনস্টেবল ক্রেইগ গিল্ডফোর্ড এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা তাকে স্বাগত জানান। এসময় যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনার, পুলিশ ক্রাইম কমিশনার সাইমন ফস্টার উপস্থিত ছিলেন।

তিনি সেখানে টেনিস কোর্ট এলাকায় এক প্যারেড অনুষ্ঠান দেখেন এবং উপস্থিত পুলিশ প্রশিক্ষণার্থীদের পরিদর্শন করেন। এ প্যারেডে উপস্থিত ছিলেন চিফ কনস্টেবল ক্রেইগ গিল্ডফোর্ড, পুলিশ ক্রাইম কমিশনার সাইমন ফস্টার এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এ সময় বার্মিংহামের ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশের বিভিন্ন নেতৃস্থানীয় কর্মকর্তা ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, মহিলা পুলিশের সভাপতি সুপারিনটেনডেন্ট এমা স্পেন্স, পুলিশ অ্যাসোসিয়েশনের প্রতিনিধি জাস পাহিল, আন্তর্জাতিক পুলিশ অ্যাসোসিয়েশনের অ্যাশ আলমকুইস্ট, প্রধান চ্যাপলিন খাদিজা সুলেমান এবং অন্যান্য সম্মানিত অতিথিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট