1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৯:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভূমিকম্পের পর এবার রাশিয়ায় সুনামির আঘাত সারাদেশে ১০২ এসি ল্যান্ডকে প্রত্যাহার ‘গাজীপুরে বাড়ছে সংসদীয় আসন, কমছে বাগেরহাটে’ গড়ইখালীতে ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত বাগেরহাটে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহনের দাবিতে কিন্ডার গার্টেন শিক্ষার্থীদের মানববন্ধন বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ৬ হাজার গাছের চারা বিতরণ খুলনায় নিউজ নেটওয়ার্কের তিনদিনের কর্মশালা সম্পন্ন পাইকগাছায় পারফরমেন্স বেজড গ্রান্টস (PBG) আওতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ দাকোপে বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে ৩২ কেজি হরিণের মাংস জব্দ

বিএনপি’র কেন্দ্রীয় নেতার শহীদ আব্দুল্লার বাড়িতে, করলেন কবর জিয়ারত

  • প্রকাশিত: সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ১২০ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত সরকারি শহীদ সোহরাওয়ার্দী বিশ্ববিদ্যালয় কলেজের মেধাবী ছাত্র শহীদ আব্দুল্লাহ’র বাড়িতে গিয়ে কবর জিয়ারত ও পরিবারকে শান্ত্বনা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।

সোমবার (২৫ নভেম্বর) বিকালে শহীদ আব্দুল্লার বাড়ি যশোরের বেনাপোল পোর্ট থানার পৌরসভার বড়আঁচড়া গ্রামে গিয়ে কবর জিয়ারত তিনি।

এ সময় তার সাথে ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি খায়রুজ্জামান মধু, সাধারণ সম্পাদক হাসান জহির, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ:সভাপতি নূরুজ্জামান লিটন, পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, পৌর সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, শহীদ আব্দুল্লাহ পিতা আব্দুল জব্বার সহ বিএনপির শার্শা উপজেলা ও বেনাপোল পৌর বিএনপির সহযোগী সংগঠনের কয়েক শত নেতা কর্মী উপস্থিত ছিলেন।

এসময় বিএনপি নেতা অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বিএনপি শহীদ আব্দুল্লাহ’র পরিবারের সাথে আছে থাকবে। এ সময় সরকারে আব্দুল্লাহর পরিবারের পাশে দাঁড়ানো উচিত বলে আমি মনে করি। আগামীতে বিএনপি সরকার গঠন করলে তারেক রহমানের মাধ্যমে সরকারী প্রতিষ্টানের নাম শহীদ আব্দুল্লাহ নামে নাম করন করা হবে এবং সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন তিনি।

জানা যায়, আবুল্লা সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। আন্দোলনের শুরু থেকেই সক্রিয়ভাবে যুক্ত ছিলেন আবদুল্লাহ। গত ৫ আগস্ট রাজধানীর তাঁতিবাজার মোড়ে বংশাল থানার সামনে গুলিবিদ্ধ হন আবদুল্লাহ। তার কপালের ঠিক মাঝ বরাবর গুলি লাগে। দীর্ঘ সময় রাস্তায় পড়ে থাকার পর প্রথমে তাকে মিটফোর্ড এবং পরে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচার করে তার মাথা থেকে বের করা হয় গুলি। এরপর তাকে বেনাপোলে নিয়ে যান স্বজনরা। বাড়িতে তার অবস্থার অবনতি হলে তাকে ১১ আগস্ট রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় ডাক্তাররা দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। সেখানেও অবস্থার উন্নতি না হওয়ায় ২২ আগস্ট তাকে সিএমএইচে স্থানান্তর করা হয়। সেখানে দীর্ঘ তিনমাস চিকিৎসাধীন অবস্থায় গত ১৩ নভেম্বর সে মৃত্যু বরন করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট