দাকোপ প্রতিনিধি:: দাকোপে উলসী সৃজনী সংঘের আয়োজনে নারীর ক্ষমতায়ন প্রকল্পের আওতায় কৈলাশগঞ্জ ইউনিয়নে সদাইপাতি ব্যবসায়ী প্রতিষ্ঠানের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ইউরোপিয়ান ইউনিয়ন ও ট্রেইডক্রাফট্র এক্সচেঞ্জ অর্থায়নে এবং বিকাশ বাংলাদেশ এর সহযোগীতায় বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বেলা ১১ টায় এ লক্ষে কৈলাশগঞ্জ ইউনিয়নের পাশে উপজেলা নারী এ্যাসোসিয়েশনের সহ-সভাপতি অনুরাধা মুখার্জি’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মিজানুর রহমান। সভায় স্বাগত বক্তৃতা করেন উপজেলা উলসী সৃজনী সংঘের ফিল্ড কো-অর্ডিনেটেটর ব্রজেন্দ্রনাথ শীল, বিশেষ অতিথির বক্তৃতা করেন সাংবাদিক মোঃ মামুনুর রশিদ, সমাজকর্মী বিপুল কুমার মন্ডল, সঞ্জীৎ কুমার গাইন, কৈলাশগঞ্জ নারী সামাজিক সমিতির সভাপতি অর্পনা মন্ডল, সহসভাপতি স্বতরুপা রায় প্রমুখ। সভাশেষ নারীর ক্ষমতায়ন প্রকল্পের আওতায় কৈলাশগঞ্জ নারী সামাজিক সমিতির ৩০ সদস্যদের দ্বারা পরিচালিত সদাইপাতি ব্যবসা প্রতিষ্ঠানের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।
Leave a Reply