1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৬:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভূমিকম্পের পর এবার রাশিয়ায় সুনামির আঘাত সারাদেশে ১০২ এসি ল্যান্ডকে প্রত্যাহার ‘গাজীপুরে বাড়ছে সংসদীয় আসন, কমছে বাগেরহাটে’ গড়ইখালীতে ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত বাগেরহাটে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহনের দাবিতে কিন্ডার গার্টেন শিক্ষার্থীদের মানববন্ধন বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ৬ হাজার গাছের চারা বিতরণ খুলনায় নিউজ নেটওয়ার্কের তিনদিনের কর্মশালা সম্পন্ন পাইকগাছায় পারফরমেন্স বেজড গ্রান্টস (PBG) আওতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ দাকোপে বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে ৩২ কেজি হরিণের মাংস জব্দ

শুল্ক ছাড়াই ভারত থেকে আমদানি করা হলো ৯৫টি মহিষ

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৪২ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতীয় মহিষের একটি চালান বেনাপোল বন্দরে প্রবেশ করেছে।যা শুল্ক ছাড়াই ভারত থেকে আমদানি করা হয়েছে।

মঙ্গলবার ((০৩ জুন) বিকালে ভারত থেকে ৫টি ট্রাকে ছোট-বড় মোট ৯৫টি মহিষ বেনাপোল বন্দরে এসে পৌঁছায়। এর মধ্যে ৫৫টি বড় এবং ৪০টি বাছুর প্রজননের জন্য। মহিষগুলো ভারতের হরিয়ানা থেকে আমদানি করা হয়েছে।

কাস্টমস ও বন্দর সূত্রে জানা গেছে,সাভার পানি সম্পদ ও গবেষনা-উন্নয়ন কেন্দ্রের জন্য মহিষগুলো বাংলাদেশ সরকার আমদানি করেন। আমদানিতে সহযোগীতা করেন ঠিকাদার প্রতিষ্ঠান তামাম করপোরেশন। মহিষের আমদানি মূল্য ঘোষণা দেওয়া হয়েছে ১ লাখ ৯ হাজার ৯৫০ মার্কিন ডলার। কাস্টমস,বন্দর ও প্রানি সম্পদ অফিসের কার্যক্রম শেষে বন্দর থেকে শুল্কমুক্ত সুবিধায় ছাড় করনের কাজ করছেন সিঅ্যান্ডএফ এজেন্ট তৃষা এন্টার প্রাইজ।কার্যক্রম শেষে মহিষগুলো সাভার ঢাকা প্রানি সম্পদ গবেষনা কেন্দ্রের উদ্দেশে নেওয়া হবে।

শার্শা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তপু কুমার সাহা বলেন, মহিষগুলো বাগেরহাটের ফকিরহাট মহিষ উন্নয়ন প্রকল্প খামারে নিয়ে যাওয়া হবে। বন্দরে আসার পর প্রাথমিকভাবে মহিষগুলোর স্বাস্থ্য পরীক্ষা করে রিপোর্ট ভালো পাওয়া গেছে।

বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আবু তাহের ন বলেন, মহিষগুলো বেনাপোল কাস্টমস হাউজ থেকে খালাস নিতে সিঅ্যান্ডএফ এজেন্ট তৃষা এন্টার প্রাইজ বিকালে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করেছে। পরীক্ষা-নিরীক্ষা করে শুল্কায়ন করার পর খালাস দেয়া হবে। মহিষের আমদানি মূল্য ঘোষণা করা হয়েছে ১ লাখ ৯ হাজার ৯৫০ মার্কিন ডলার। এসব মহিষ আমদানির জন্য কোনো শুল্ক দিতে হবে না। তবে প্রাণিসম্পদ বিভাগের ছাড়পত্র নিতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট