1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ১০:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার গভীর শোক প্রকাশ মিস ইউনিভার্স হলেন মেক্সিকোর ফাতিমা বশ সুপার ওভারে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ ঢাকায় বড় ভূমিকম্পের সতর্কবার্তা: ২১ লাখ ভবন ঝুঁকিতে ভূমিকম্পে আহত মা এখনও জানেন না ছেলে রাফি আর নেই ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০, রাজধানী ও নরসিংদীতে ব্যাপক ক্ষতি পাইকগাছায় পাখির জন্য বাঁধা মাটির পাত্রে- এবার কাঠবিড়ালির বাসা আসন্ন নির্বাচন হবে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের নতুন অধ্যায়-প্রধান উপদেষ্টা সশস্ত্র বাহিনী দিবসে নৌবাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দর্শনাথীদের পদচারণায় মুখরিত বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘আবু বকর’

বাগেরহাটের প্রধান সড়ক, ময়লার ভাগাড়ে পরিনত আধুনিক ডাম্পিং ব্যবস্থার দাবিতে মানববন্ধন

  • প্রকাশিত: বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি:: বাগেরহাট শহরে যথাযথ বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় পুরো শহরের আবর্জনা ফেলা হচ্ছে মেইন সড়কে জনদুর্ভোগ চরম পর্যায়ে চলে যাচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর। এটি এখন পরিবেশ দূষণ এবং জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
এরই প্রেক্ষিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সুপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত এবং নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার দাবিতে বুধবার (২৫ জুন) সকালে সড়কে অবস্থান ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।বাঁধন মানব উন্নয়ন সংস্থা, গ্লোবাল প্ল্যাটফর্ম অফ বাংলাদেশ-এর সহযোগিতায়
এবং একটিভিস্টা বাগেরহাট ও রামপালের যৌথ আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে অংশগ্রহণকারীদের মধ্যে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক কর্মী ও
অনলাইন একটিভিস্টা আবু বক্কর সিদ্দিক, সাংবাদিক সৈয়দ শওকত হোসেন,অ্যাকশন এইড বাংলাদেশ-এর ইন্সপিরেটর সুপ্তি দাস চৈতি, বাঁধন-এর প্রজেক্ট অফিসার সানি জোবায়ের, একটিভিস্টা সদস্য অর্ণব কুমার মিস্ত্রি, নিয়ন প্রান্ত হালদার, সুমিত ভট্টাচার্য, তানজিলা আক্তার, রবিউল শেখ, শ্রাবণী আক্তার, বেল্লাল মল্লিক, নাফিস ইসলাম এবং অন্যান্যরা। এছাড়া বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, এলাকার বাসিন্দা এবং বাঁধন মানব উন্নয়ন সংস্থার অর্ধশতাধিক যুব সদস্য কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তার পাশে
ময়লা-আবর্জনা ফেলে নিয়মিতভাবে পরিবেশ দূষিত হচ্ছে। এ অবস্থা চলতে থাকলে আগামীতে পরিবেশ বিপর্যয় অনিবার্য। যুব সদস্য অর্ণব মিস্ত্রি বলেন, “আমাদের একটাই দাবি — অতি শীঘ্রই বাগেরহাট পৌরসভার জন্য একটি নির্দিষ্ট ডাম্পিং স্থান নির্ধারণ করতে হবে।”

যুব সদস্য রবিউল ইসলাম বলেন, “আমরা আমাদের এ আন্দোলন চালিয়ে যাবো এবং জনবহুল এলাকায় ময়লা ফেলতে দেবো না।”

এ বিষয়ে ক্লিন প্রাণের বাগেরহাটের একজন কর্মকর্তা জানান, তারা তিন বছরের জন্য পৌরসভার ময়লা ফেলার ঠিকাদারি পেলেও পৌরসভা প্রতিটি ওয়ার্ডে একটি করে কনক্রিট ডাম্পিং পয়েন্ট নির্মাণের কথা দিলেও তা আজও বাস্তবায়িত হয়নি। এ কারণে বাধ্য হয়ে খোলা জায়গায় ময়লা ফেলতে হচ্ছে, যদিও তারা এটি পছন্দ করেন না।

এ বিষয়ে স্থানীয় সরকার উপ-পরিচালক ও বাগেরহাট পৌরসভার প্রশাসক ডা. মোঃ ফকরূল হাসান বলেন, “বাগেরহাট পৌরসভার ময়লা আবর্জনা ফেলার জন্য আমাদের বাজেট রয়েছে, কিন্তু নির্দিষ্ট জমি না থাকায় স্থানীয়ভাবে ডাম্পিং সুবিধা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। যথাযথ স্থান পাওয়া গেলে আমরা খুব শীঘ্রই তা বাস্তবায়ন করব।” কর্মসূচি থেকে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, শীঘ্রই একটি সুনির্দিষ্ট সমাধান হবে এবং পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর বাগেরহাট নগরী নিশ্চিত করতে কর্তৃপক্ষ যথাযথ উদ্যোগ গ্রহণ করবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট