1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ০৬:৫৩ পূর্বাহ্ন

সচিবালয়ের সামনে ধাওয়া-পল্টা ধাওয়া: আহত ৭৫ ঢামেকে

  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

ডেস্ক:: এইচএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে রাত ৩টায় সিদ্ধান্তের ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে সচিবালয়ের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ৭৫ জন।

মঙ্গলবার (২২জুলাই) বিকেল পৌনে পাঁচটার দিকে আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

আহতরা হলেন- অজানা (২০), হাসান (১৮),সেরাতুল (২২),সাকিব (১৯),তানভীর (১৯)রিফাত (১৯),রিজন (২০),সামিয়া (১৮),সামির (১৯),তামিম (১৯),অজানা (১৮),ইমন (২০),সিয়াম (১৮),সাকিল (২০),মেহেদী (২০),সাদমান (১৮),মারুফ (২২),সাকিব (১৮),মাহিন (১৯) রোহান (২০),হাসিব (২০),মুগ্ধ (১৯),মাহিম (২০),হাসিব (১৯),সায়েম (১৮),অজানা (২০),জিদান (২০),নিহার (২০),রায়হান (২০),রোমান (১৮),প্রান্ত (১৯),নাহিদ (২০),অন্তু (২০),বিশাল (২০),ইমরান (২০),আহনাদ (১৮),মাহি (২০),নাঈম (১৮),সামি (১৮),স্বাধীন (২০),তাসিন (১৮),ইমরান (১৯),ধ্রুব (১৯),শান্ত (২০),তানিম(২০),আজহারুল (২০),তন্ময় (১৯),জিসান (১৯),রাসেকুন (২০),পারভেজ (২০),নাঈম (১৯),বিজয় (১৭),আসাদ (২০), নিহার (২০),নাফিজ (১৮),সাহিন (২০),কিশোর (১৮),তানভীর (১৮)

এ ছাড়াও রয়েছেন, ফারদিন (১৯),শাহরিয়ার (২০),অজানা (১৯),সাঞ্জু (১৯),রাইয়ান (১৯),কলি (১৯),আব্দুল খালেক (৬৫),হাসিব (১৮),সিনান (১৮),তাসফি (২২),মামুন (২০),রিফাত (১৮),আসাদ (২১),মাহিন (২০),আতিক (১৮),তানভীর (১৮),হাবিব হাসান (সাংবাদিক মানবজমিন) (২৪),কনা(২১),ইমন (১৯),ফাহাদ (১৮),ইয়াসিন আরাফাত শান্ত (২০),অজানা (১৯) ও শাকিল (২০)।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ‘আজ বিকেলের দিকে আহত অবস্থায় আনুমানিক ৭৫ জন শিক্ষার্থী ও একজন সাংবাদিককে জরুরি বিভাগে আনা হলে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট