1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ১১:২৩ অপরাহ্ন

নারায়ণগঞ্জে অসুস্থ শিশুর চিকিৎসায় এগিয়ে এলো কোস্টগার্ড

  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৪০২১ বার পড়া হয়েছে

মনির হোসেন:: নারায়ণগঞ্জে যাত্রীবাহী লঞ্চে মুমূর্ষু শিশুকে জরুরি চিকিৎসা সেবা প্রদান করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার (৫ আগস্ট) সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গত ৪ আগস্ট সোমবার জনৈক এক মুমূর্ষু শিশুকে কৃত্রিম অক্সিজেন সহকারে তার বাবা উন্নত চিকিৎসার জন্য লঞ্চ যোগে ভোলার ইলিশা হতে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। লঞ্চটি রাত ৮ টায় ফতুল্লা লঞ্চঘাট সংলগ্ন এলাকায় পৌঁছালে অক্সিজেন সিলিন্ডার খালি হয়ে যায়। এতে উক্ত শিশুর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে এবং জীবনের ঝুঁকি দেখা দেয়। তৎক্ষণাৎ শিশুটির বাবা জরুরি সেবা নম্বর ৯৯৯ এ কল করে সহায়তা চাইলে কোস্টগার্ড অবগত হয়।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড স্টেশন পাগলা হতে একটি মেডিক্যাল টিম অতি দ্রুত একটি অক্সিজেন সিলিন্ডারসহ হাই স্পিড বোট যোগে উক্ত লঞ্চে গমন করে। অতঃপর মেডিকেল টিম শিশুটিকে অক্সিজেন প্রদান করে এবং হাই স্পিড বোট যোগে সদরঘাটে নিয়ে আসে। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে অ্যাম্বুলেন্সের মাধ্যমে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট (ঢাকা শিশু হাসপাতাল) এ স্থানান্তর করা হয়।

তিনি আরও বলেন, জনসেবায় কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত আছে এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট