1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০১:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোপনে ‘ইসরায়েল’ থেকে ২২শ কোটি টাকার নজরদারি সরঞ্জাম কিনেছিল আওয়ামী লীগ তিন দিনের সফরে ঢাকা আসছে ইউরোপীয় প্রতিনিধিদল বাগেরহাটে বিনামূল্যে শিক্ষার্থীদের দৃষ্টি পরীক্ষা অনুষ্ঠিত বাগেরহাটে ইউনিয়ন পরিষদ কার্যালয় স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল খুলনায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত দায়িত্ব পালনের ক্ষেত্রে জনগণের স্বার্থ অগ্রাধিকার পাবে -জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ইয়াবা ও ক্রিস্টাল মেথ জব্দ মোংলায় বহুপক্ষীয় অংশজনীয় মৎস্যজীবী নেটওয়ার্ক গঠন পাইকগাছায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উদযাপন ডুমুরিয়া সরকারি বালিকা বিদ্যালয়ে ১ জনও নারী শিক্ষক নেই !

৯ পুলিশ পরিদর্শককে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

  • প্রকাশিত: রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ২৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদমর্যাদার ৯ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বিগত সরকারের সময়ে তাঁরা বিভিন্ন থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে আলাদা প্রজ্ঞাপন জারি করে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব নাসিমুল গনি প্রজ্ঞাপনগুলোতে সই করেন।

অবসরে যাওয়া কর্মকর্তারা হলেন—

শিকদার মো. শামীম হোসেন, পুলিশ পরিদর্শক, এপিবিএন–৪, বগুড়া
আব্দুল লতিফ, পুলিশ পরিদর্শক, সিআইডি কন্ট্রোল রুম
এস এম কামরুজ্জামান, পুলিশ পরিদর্শক, রিজার্ভ অফিস, নারায়ণগঞ্জ
আ. কুদ্দুছ ফকির, পুলিশ পরিদর্শক, সিআইডি, নরসিংদী
মামুন অর রশিদ, পুলিশ পরিদর্শক, ট্যুরিস্ট পুলিশ, মুন্সিগঞ্জ ও পদ্মা সেতু জোন
নুরুল ইসলাম, পুলিশ পরিদর্শক, সিআইডি, মৌলভীবাজার
মো. কামাল হোসেন, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র), যমুনা সেতু–পূর্ব নৌ ফাঁড়ি, নৌ পুলিশ
মো. সেলিমুজ্জামান, পুলিশ পরিদর্শক, কুলাউড়া রেলওয়ে থানা
আবু বকর সিদ্দিক, পুলিশ পরিদর্শক, মধুপুর সার্কেল অফিস, টাঙ্গাইল

সরকারি চাকরি আইন, ২০১৮–এর ৪৫ ধারা অনুযায়ী ২৫ বছরের চাকরিকাল পূর্ণ হওয়ার পর জনস্বার্থে সরকার কোনো কারণ না দেখিয়েই যে কোনো সরকারি কর্মচারীকে অবসরে পাঠাতে পারে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে তাঁদের অবসর প্রদান করা হলো এবং বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধা দেওয়া হবে। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

ডিএমপির সাবেক উপকমিশনার কাজী মনিরুজ্জামান সাময়িক বরখাস্ত

অসদাচরণ ও পলায়নের মতো শাস্তিযোগ্য অপরাধে অভিযুক্ত হওয়ায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক উপকমিশনার কাজী মনিরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। শিগগিরই এ সিদ্ধান্ত কার্যকর হবে।

সূত্র জানিয়েছে, বর্তমানে তিনি রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত রয়েছেন। তবে গত বছরের ২৫ নভেম্বর থেকে তিনি বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী এ অপরাধ অসদাচরণ ও পলায়ন হিসেবে গণ্য হওয়ায় তাকে ওই তারিখ থেকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হচ্ছে। বরখাস্তকালীন তিনি খোরপোশ ভাতা পাবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট