1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
সর্বশেষ :
অনুর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টের বাছাই পর্বের খেলোয়াড়দের সাথে মতবিনিময় বিশ্বকাপে টাইগারদের ভেন্যু কি পাকিস্তান? ভারতের ওপর বিসিবির অনড় অবস্থানে পিসিবির আগ্রহ ইরানে নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য নিহত প্রেসিডেন্ট মাদুরো সুস্থ ও দৃঢ় মনোবল নিয়ে আছেন, জানালেন ছেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রী আকি আবে কেপিএম থেকে নির্বাচন কমিশনে গেল ৯১৪ টন কাগজ স্কুল ও কলেজে সভা-সমাবেশ নিষিদ্ধ একই দামে ৩ গুণ গতি, বিটিসিএলের অভাবনীয় ইন্টারনেট প্যাকেজ ঘোষণা গণভোট নয়, কেবল সংসদ নির্বাচনেই নজর ইইউর-ইয়াবস বাগেরহাটে এনসিপির প্রধান সমন্বয়ক আলী হুসাইন সহ ১২ সদস্যর পদত্যাগ

রিকশাচালক কী কারণে গ্রেপ্তার, ব্যাখ্যা চাইলো অন্তর্বর্তী সরকার

  • প্রকাশিত: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ২৩৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক:: রাজধানীর ধানমণ্ডি ৩২ থেকে আটক রিকশাচালক মো. আজিজুর রহমানকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর বিষয়ে অন্তর্বর্তী সরকার ব্যাখ্যা তলব করেছে। তিনি কীসের ভিত্তিতে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার হয়েছেন, তা জানতে ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট ব্যাখ্যা চাওয়া হয়েছে।

রোববার অন্তর্বর্তী সরকারের বিবৃতিতে বলা হয়েছে, পুলিশ কর্মকর্তার সাম্প্রতিক কর্মকাণ্ড ও বক্তব্যে কোনো অসঙ্গতি আছে কিনা তা খতিয়ে দেখার ব্যবস্থা নেওয়া হয়েছে।

এছাড়া দায়েরকৃত মামলায় আজিজুর রহমানের সম্পৃক্ততা তদন্ত শেষে সংশোধিত সিআরপিসি ধারা ১৭৩(এ) অনুযায়ী প্রতিবেদন দ্রুত দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

এরই মধ্যে ধানমণ্ডি ৩২ থেকে ফুল দিতে গিয়ে গণপিটুনির শিকার হওয়া আজিজুর রহমান জামিন পেয়েছেন। একই দিনে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম.এ. আজহারুল ইসলামের আদালত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। জামিনের ক্ষেত্রে অন্য কোনো মামলার অবস্থা অবরুদ্ধ নয়।

আসামিপক্ষে আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী জামিন আবেদন করেন, যেখানে রাষ্ট্রপক্ষ তা প্রত্যাখ্যান করেন। উভয় পক্ষের শুনানির পর আদালত জামিন মঞ্জুর করেন।

পূর্বের ঘটনায়, ১৫ আগস্ট ধানমণ্ডি ৩২-এ ফুল দিতে গেলে আজিজুর রহমানকে গণপিটুনির শিকার হতে হয়। পরদিন তাকে গ্রেপ্তার করা হয়। এরপর ১৬ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থানের সময়কার ধানমণ্ডি থানার হত্যাচেষ্টা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে আদালতে হাজির করা হয়। ধানমণ্ডি থানার উপ-পরিদর্শক মোহাম্মদ তৌহিদুর রহমান মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানির পর বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট