বাগেরহাট প্রতিনিধি:জলবায়ু পরিবর্তনের বহুমুখী চ্যালেঞ্জ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি ও সমন্বিত সমাধানের পথ খুঁজে বের করার লক্ষ্যে আগামী ২৭ ও ২৮ আগস্ট জেলা পরিষদ অডিটরিয়াম হলে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘নেক্সাস ফেস্ট ২০২৫’ একশনএইড বাংলাদেশ-এর উদ্যোগে, বাঁধন মানব উন্নয়ন সংস্থার সহযোগিতায় এবং এক্টিভিস্টা বাগেরহাট ও রামপালের আয়োজনে দুই দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হবে।
উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান। এছাড়া পুলিশ সুপার তৌহিদুল আরিফ, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. মোস্তাফিজুর রহমান, যুব উন্নয়ন অধিদপ্তর, সমাজসেবা, কৃষি, পরিবেশ অধিদপ্তর, ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, মহিলা বিষয়ক অধিদপ্তরসহ সরকারি প্রতিনিধি, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও তরুণরা এতে অংশগ্রহণ করবেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এটি কেবল একটি উৎসব নয় বরং জ্ঞান,উদ্ভাবন, সংস্কৃতি, মানবিকতা, জলবায়ু সহনশীলতা ও শান্তি সম্প্রীতির এক মিলনমেলা।
বাঁধন মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এএসএম মন্জুরুল হাসান মিলন বলেন,“আমরা এমন এক সময়ে দাঁড়িয়ে আছি যখন প্রযুক্তি, জলবায়ু পরিবর্তন ও মানবিক সংকট আমাদের প্রতিদিন নতুন করে ভাবতে শিখাচ্ছে। নেক্সাস ফেস্ট সেই ভাবনার দিগন্ত প্রসারিত করার একটি ক্ষুদ্র প্রচেষ্টা।” দুই দিনব্যাপী উৎসবে থাকবে ইন্টারঅ্যাকটিভ প্রদর্শনী, তরুণদের প্রমাণভিত্তিক গবেষণা ও নীতি সংলাপ, সাংস্কৃতিক পরিবেশনা, থিয়েটার, পটগান, রম্য বিতর্ক, বাবা- মেয়ের ক্রিকেট টুর্নামেন্ট এবং লোকজ শিল্পকলা। এছাড়া র্যালি, খেলাধুলা ও সৃজনশীল ক্যাম্পেইনের মাধ্যমে সামাজিক সংহতি জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।
আয়োজকরা আশা করছেন, এ উৎসবের মাধ্যমে জলবায়ু ঝুঁকিপূর্ণ অঞ্চলের তরুণ ও তৃণমূল জনগোষ্ঠীর কণ্ঠস্বর স্থানীয় ও জাতীয় নীতিনির্ধারণ প্রক্রিয়ায় প্রতিফলিত হবে। একই সঙ্গে ক্ষতিকর সামাজিক মানসিকতা ভেঙে ঐক্য, সহমর্মিতা ও সম্মান প্রতিষ্ঠিত হবে এবং উন্নয়ন সংস্থা, সরকারি প্রতিষ্ঠান ও জনগণের মধ্যে সমন্বয় আরও শক্তিশালী হবে।
একশনএইড বাংলাদেশের A4T (Action for Transformation) প্রোগ্রামের অংশ হিসেবে এ উৎসব আয়োজন করা হচ্ছে, যেখানে তরুণ নেতৃত্বকে কেন্দ্র করে জলবায়ু সহনশীলতা, শান্তি, ন্যায় ও টেকসই উন্নয়নের পথচলা নিশ্চিত করাই মূল লক্ষ্যে।
Leave a Reply