বিশেষ প্রতিবেদক:: নির্বাচন কমিশন (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ৩০০ আসনের চূড়ান্ত সীমানা নির্ধারণ করে গেজেট প্রকাশ করেছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় এ তথ্য জানান নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩০০ সংসদীয় এলাকার সীমানা নির্ধারণ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তা গেজেটে প্রকাশ করা হয়েছে।”
এর আগে গত ৩০ জুলাই ইসি ৩০০ আসনের সীমানার খসড়া প্রকাশ করেছিল। খসড়ায় দ্বাদশ সংসদের ২৬১ আসনের সীমানা অপরিবর্তিত রেখে ৩৯টি আসনে আংশিক পরিবর্তন আনা হয়। পরিবর্তনের মধ্যে গাজীপুরে একটি আসন বাড়ানো হয়েছে এবং বাগেরহাটে একটি আসন কমানো হয়েছে।
এ ছাড়া, সংসদীয় এলাকার সীমানা নিয়ে দাবি-আপত্তি জানাতে ১০ আগস্ট পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হয়। পরে ২৪ থেকে ২৭ আগস্ট পর্যন্ত টানা চার দিন এসব দাবি-আপত্তি ও আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়।
Leave a Reply