1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৫:৫৬ অপরাহ্ন

ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে হামদ/নাত ও রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুক্রবার বাংলাদেশ শিশু একাডেমি খুলনা জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আক্তার হোসেন। খুলনা জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ শিশু একাডেমি জেলা কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, মহানবী (সা.) ন্যায়পরায়নতা ও সততার প্রতীক। তিনি আদর্শ মানুষ ছিলেন। তাঁর দেখানো পথ অনুসরণ করে জীবনযাপন করতে পারলে আমাদের পার্থিব জীবন সফল হবে। তিনি ছিলেন সত্যবাদী ও ন্যায়পরায়ন শাসক। মহানবী (সা.) এর জীবনাদর্শ নিয়ে চলতে পারলে সমাজে হানাহানি, রাহাজানি, চুরি-ছিনতাই, ধর্ষণ এগুলো থাকবে না। তারা আরও বলেন, মহানবী (সা.) এর জীবনাদর্শ অনুসরণ করে সবাইকে ভ্রাতৃত্ববোধ ও মানবকলাণে ব্রতী হতে হবে।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সরকারি ব্রজলাল কলেজের অধ্যাপক মো: সিরাজুল ইসলাম।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট