মনির হোসেন, মোংলা::গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে ইয়াবা ও নগদ টাকাসহ এক মাদককারবারিকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন।
৬ সেপ্টেম্বর শনিবার সকালে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল- হক।
তিনি বলেন, ৬ সেপ্টেম্বর শনিবার রাত ২টায় কোস্টগার্ড স্টেশন কৈখালী এর একটি আভিযানিক দল সুন্দরবন সংলগ্ন শ্যামনগর থানাধীন সরকারি মহসিন কলেজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ২৫ হাজার টাকা মূল্যের ৫০ পিস ইয়াবা ও নগদ ১৭ হাজার ৫ শত ৮০ টাকা সহ ১ জন মাদক কারবারীকে আটক করা করে। আটককৃত মাদককারবারির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, দেশের উপকূলীয় এলাকা এবং সুন্দরবনকে মাদক ও দস্যুমুক্ত রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে
Leave a Reply