1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
নেপালের সংঘর্ষ ও মৃত্যুর ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ পুলিশের ৫৯ কর্মকর্তা হলেন অতিরিক্ত পুলিশ সুপার নির্বাচনের জন্য প্রস্তুত সেনাবাহিনী, অপেক্ষা ইসির নির্দেশনার-কর্নেল শফিকুল সারাদেশে ৩৩ হাজার পূজামণ্ডপ, বসানো যাবে না মদ-গাঁজার আসর ভারত থেকে দেশে ফিরলেন পাঁচারের শিকার এক নারী মোংলা বন্দর কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী মতিউর রহমানের পিএইচডি ডিগ্রী অর্জন চিতলমারীতে সকাল-সন্ধ্যা হরতাল পালিত উন্নয়নে নীরব অংশীদার রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র ভোলায় কোস্টগার্ডের আয়োজনে বিনামূল্যে চিকিৎসা সহায়তা ও ঔষধ বিতরণ পাইকগাছার কপিলমুনিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ

চিতলমারীতে সকাল-সন্ধ্যা হরতাল পালিত

  • প্রকাশিত: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

সোহেল সুলতান মানু, চিতলমারী:: বাগেরহাট জেলার ৪ টি সংসদীয় আসন পূর্ণবহালের দাবীতে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মিরা মহাসড়ক অবরোধ করে সকাল-সন্ধ্যা হরতাল পালন করেছেন। সোমবার (৮ সেপ্টম্বর) সকালে তাঁরা ঢাকা-মাওয়া-পিরোজপুর ও বাগেরহাট-চিতলমারী সড়কের মচন্দপুর মোড়ে গাছের গুড়ি ফেলে এবং টায়ার জ্বালিয়ে সড়ক কন্ধ করে দেন।
কর্মসূচিতে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মিসহ বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহন করেন। হরতাল চলাকালিন রাস্তায় কোন প্রকার যান চলাচল করেনি। জরুরী পরিসেবার বাইরে সকল দোকানপাট বন্ধ ছিল।
সকাল ১০ টায় কুনিয়া বাস্ট্যান্ড মোড়ে পথ সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু বিশ^াস, সাধারন সম্পাদক শরিফুল হাসান অপু, এ্যাড. ফজলুল হক, উপজেলা জামায়াতে ইসলামির আমির মাওলনা মুনিরুজ্জামান, সেক্রেটারী জাহিদুজ্জামান নান্না, ইসলামী আন্দোলন বাংলাদেশ চিতলমারী উপজেলা শাখার সভাপতি ডাক্তার কাজী আবুল কালাম, সাধারন সম্পাদক মাওলানা শাহাদাৎ হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক জাকারিয়া মিলন, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ নেয়ামত আলী খান প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ‘স্বাধীনতার পর থেকে বাগেরহাটে ৪টি সংসদীয় আসন ছিল। কিন্তু হঠাৎ নির্বাচন কমিশনের একটি আসন কমানোর প্রস্তাবে বাগেরহাট জেলাবাসির সাথে বিমাতাসুলভ আচারণ করা হয়েছে। বাগেরহাট-১ আসনকে কেটে টুকরো টকেরো করা হয়েছে। বাগেরহাটে আসন যে ভাবে ছিলো, সেই ভাবে ফিরিয়ে দিতে হবে। তা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট