নিজস্ব প্রতিনিধি:: মোংলা বন্দর কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী মতিউর রহমান খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হতে Study of Morphological Response of Pussur River to Dredging and Sustainable Management of Dredged Material এর উপর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মো: শাহজাহান আলীর তত্ত্বাবধানে পিএইচডি ডিগ্রী অর্জন করেছেন।
তিনি তার গবেষণায় পশুর নদীতে বিভিন্ন সময়ে সম্পাদিত ড্রেজিং পরবর্তী সিল্টেশনের হার নির্ধারণ যাচাই করত: ড্রেজিং এ্যালাইনমেন্ট ও ডিজাইন পরিবর্তন করা হলে তার ফলাফল Delft3d মডেলের মাধ্যমে যাচাই করেছেন। এছাড়াও ড্রেজড ম্যাটেরিয়াল নির্মাণ কাজে ব্যবহারের উপযোগীতা ও বিদেশে রপ্তানির সম্ভাবনা যাচাই করেছেন।
এই গবেষণার ফলাফল বাস্তবে পাইলট প্রকল্পের মাধ্যমে যাচাই করে বাস্তবায়ন করতে পারলে মোংলা বন্দর ও সমজাতীয় বন্দর সমূহের ড্রেজিং ও ড্রেজড ম্যাটেরিয়াল ব্যবস্থাপনার সমস্যা সমাধান করা সম্ভব হবে।
Leave a Reply