দাকোপ প্রতিনিধি:: দাকোপে দলিত নারী ও কিশোরীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষা এবং মৌলিক পরিসেবায় অভিগম্যতা বৃদ্ধিতে সহায়তা প্রকল্পের আওতায় বে-সরকারী উন্নয়ন সংস্থা নাগরিক উদ্যোগের বাস্তবায়নে এএসডিডিডাব্লু এর সহযোগীতায় এবং এফজেএস এর অর্থায়নে বুধবার (১০ সেপ্টম্বর) সকাল ১০ টায় উপজেলা বিআরডিবি প্রশিক্ষণ হলরুমে এএসডিডিডাব্লু নির্বাহী পরিচালনাক লিপিকা বৈরাগীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ কামরুল হাসান। বিশেষ অতিথির বক্ত্রতা করেন সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের এফএ মোঃ আলমাস হোসেন, সাংবাদিক মোঃ মামুনুর রশিদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক কমিশনার কনিকা বৈরাগী, স্মৃতিলতা সানা, দিথী গোলদার, যুমুনা দাস, অথরা দাস, সুইটি জোয়াদার, দিপালী দাস, প্রিয়ন্তী ঢালীসহ দলিত নারী ও কিশোরী প্রতিনিধিবৃন্দ।
Leave a Reply