পাইকগাছা(খুলনা)প্রতিনিধি:: খুলনার পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়নের বান্দিকাটি স্কুল ময়দানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৪টায় এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা ও খুলনা-৬ (পাইকগাছা–কয়রা) আসনের মনোনয়ন প্রত্যাশী মোঃ রফিকুল ইসলাম রফিক।
সভায় তিনি বলেন, “তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন জোরদার হয়েছে। দেশের মানুষ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের নেতৃত্ব দেবে বিএনপি। জনগণের অধিকার আদায় ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে ৩১ দফা বাস্তবায়নই হবে আমাদের মূল লক্ষ্য। এছাড়া স্থানীয় জোনাকি সমিতির গ্রাহকদের বিভিন্ন সমস্যার বিষয় আলোচনা হয়।
এ সময় পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ মোস্তফা মোড়ল, মোঃ জামিরুল ইসলাম,সমাজ সেবক আব্দুর রাজ্জাক, জোনাকি সমিতির গ্রাহক আব্দুল করিম,মাওলানা নজরুল ইসলাম, মোঃ রফিকুল ইসলাম সহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এলাকাবাসীর সঙ্গে খোলামেলা মতবিনিময়ের মাধ্যমে তিনি সাংগঠনিক কর্মকাণ্ড জোরদার করার আহ্বান জানান।
Leave a Reply