এম জালাল উদ্দীন, পাইকগাছা:: খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের মাহমুদকাটি মোড়ে মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় মোস্তাফিজ রহমান (১৭) নামের এক তরুণের করুণ মৃত্যু হয়েছে। নিহত মোস্তাফিজ উপজেলার বিরাশী গ্রামের মফিজুল শেখের ছেলে এবং স্থানীয় হাবিনগর ফাজিল মাদ্রাসার আলিম ২য় বর্ষের ছাত্র ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে মোস্তাফিজ ও তার বন্ধু নয়ন মোটরসাইকেলযোগে আগড়ঘাটা বাজার থেকে কপিলমুনির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মাহমুদকাটি মোড়ে পৌঁছালে হঠাৎ মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তারা সড়কের পাশে একটি তালগাছে সজোরে ধাক্কা খান। এতে গুরুতর আহত অবস্থায় দুজনই ছিটকে পড়েন।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে কপিলমুনি চায়না ক্লিনিকে নিয়ে যান। পরে মোস্তাফিজের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা গাজী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতেই তার মৃত্যু হয়। তবে সঙ্গে থাকা নয়ন সুস্থ আছেন বলে জানা গেছে।
শুক্রবার সকালে পারিবারিক কবরস্থানে মোস্তাফিজের দাফন সম্পন্ন হয়। তার অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়রা জানান, মোস্তাফিজ ছিলেন ভদ্র, মেধাবী ও সবার প্রিয় একজন তরুণ। তিনি বড়দের সম্মান করতেন এবং ছোটদের প্রতি স্নেহশীল ছিলেন। লেখাপড়াতেও তিনি ছিলেন অত্যন্ত মনোযোগী।
এলাকাবাসী মোস্তাফিজের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
Leave a Reply