বাগেরহাট প্রতিনিধি:: বাগেরহাটে ৪টি আসন পুনর্বহালের দাবিতে জেলার সর্বস্তরের জন সাধারণকে আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু।
শুক্রবার (১২সেপ্টেম্বর) বাগেরহাট নতুন কোর্ট জামে মসজিদে জুমার নামাজের পূর্বে এ আহ্বান জানান।
শেখ ওয়াহিদুজ্জামান দিপু বলেন, বাগেরহাটে ৭০ সাল থেকে ৪টি সংসদীয় আসনে নির্বাচন হয়ে আসছে। বাগেরহাটের ভৌগোলিক অবস্থা বিবেচনা না করে নির্বাচন কমিশন তাদের ইচ্ছেমত মনগড়া ভাবে বাগেরহাট জেলার ৪টি আসন থেকে ১টি আসন বাদ দিয়ে ৩টি আসন ঘোষণা দিয়েছেন এটা বাগেরহাটের জনগণ মানে না মানবে না।
তিনি বাগেরহাটে সংসদীয় আসন বহলের দাবিতে যে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে বাগেরহাট বাসীকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য আহ্বান করে।
নির্বাচন কমিশনকে অবশ্যই বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। সাধারণ মানুষের কষ্ট লাঘবের ব্যবস্থা না হলে আমরা আরও কঠিন কর্মসূচি ঘোষণা করব। নির্বাচন কমিশনের এই আসনবিন্যাস গণমানুষের দাবিকে উপেক্ষা করেছে বলে তিন জানান।
Leave a Reply