1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
কমরেড রসময় বিশ্বাসকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাধিস্থ পাইকগাছায় ১৪৩ পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি শার্শার রুদ্রপুর সিমান্তে ৫ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বিজিবি এবারের দুর্গাপূজা উপলক্ষে প্রথম চালানে সাড়ে ৩৭ টন ইলিশ গেলো ভারতে খুলনা বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের সভা অনুষ্ঠিত আবু হোসেন বাবুর বাড়িতে হামলার প্রতিবাদে দাকোপে বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথ সভা দেশে জনসংখ্যা যেমন বৃদ্ধি পাচ্ছে তেমনি রোগীর সংখ্যাও বাড়ছে- ফিরোজ সরকার বটিয়াঘাটায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত খুলনার দিঘলিয়ায় ওয়ারেন্টভুক্ত ৪ আসামিকে আটক করেছে নৌবাহিনী বাংলাদেশে আসছেন হানিয়া আমির

দেশে জনসংখ্যা যেমন বৃদ্ধি পাচ্ছে তেমনি রোগীর সংখ্যাও বাড়ছে- ফিরোজ সরকার

  • প্রকাশিত: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মো: ফিরোজ সরকার বলেছেন, দেশে জনসংখ্যা যেমন বৃদ্ধি পাচ্ছে তেমনি রোগীর সংখ্যাও বাড়ছে। সে কারণে বর্ধিত জনসংখ্যার সাথে সঙ্গতি রেখে স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা গড়ে তুলতে হবে। এ সংক্রান্ত প্রকল্প প্রণয়নের ক্ষেত্রে তিনি সঠিকভাবে প্রকল্পের সম্ভাব্যতা যাচাই এবং প্রকল্পের সফল বাস্তবায়নে দায়িত্বরতদের সার্বক্ষণিক মনিটরিং-এ রাখার ওপর গুরুত্বারোপ করেন।
কেসিসি প্রশাসক বুধবার দুপুরে নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে ‘‘ক্লাইমেট স্মার্ট ওয়াশ সিস্টেম ইন খুলনা সিটি কর্পোরেশন’’ শীর্ষক প্রকল্পের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। ইউনিসেফ-এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় খুলনা সিটি কর্পোরেশন ও খুলনা ওয়াসা যৌথভাবে নগরীতে প্রকল্পটি বাস্তবায়ন করবে।
কেসিসি প্রশাসক আরও বলেন, প্লাস্টিকের ব্যবহার পরিহারের চেষ্টা করতে হবে। মেডিকেল বর্জ্যরে পৃথক ব্যবস্থাপনাকে একটি চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, হাসপাতাল ও ক্লিনিকসমূহে রোগীর ব্যবহার্য বর্জ্যরে সাথে মেডিকেল বর্জ্যরে মিশ্রণ ঘটে থাকে। এ বিষয়ে নার্স ও ক্লিনারদের প্রশিক্ষণের আওতায় আনতে হবে। তবেই প্রকল্পের সুফল পাওয়া যাবে বলে তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, প্রাকৃতিক দুর্যোগ ও লবণাক্ত পানির অনুপ্রবেশের কারণে কৃষি উৎপাদনশীলতা হ্রাস পাওয়ায় আশেপাশের গ্রামীণ এবং উপকূলীয় অঞ্চলের মানুষ উন্নত জীবিকার সন্ধানে শহরে চলে আসছে এবং অভিবাসীদের অনেকেই বিভিন্ন বস্তিতে বসতি স্থাপন করছে। যেখানে পানি নিষ্কাশন ব্যবস্থা, পানীয় জল, স্যানিটেশন, স্বাস্থ্যসেবা এবং শিক্ষার মতো প্রয়োজনীয় পরিষেবাগুলি সীমিত। ফলে বাসিন্দারা, বিশেষ করে মহিলা ও শিশুরা পানিবাহিত বিভিন্ন রোগের পাশাপাশি চর্মরোগ, শ্বাসকষ্ট এবং প্রজনন ব্যাধিসহ অন্যান্য স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত হয়ে থাকে। বস্তিবাসীদের জন্য স্বাস্থ্যসেবা, স্যানিটেশন এবং হাইজিন পরিষেবার সুযোগ উন্নত করাই এ প্রকল্পের মূল লক্ষ্য। প্রকল্পের আওতায় নিরাপদ পানীয় জলের জন্য ওয়াটার এটিএম বুথ স্থাপন, দূষিত পানি শোধনাগার এবং মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র স্থাপন করা হবে এবং এর মাধ্যমে প্রায় ৮০ হাজার মানুষ উপকৃত হবে বলে সভায় জানানো হয়।
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শরীফ আসিফ রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোহিনুর জাহান, চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, বাজেট কাম একাউন্টস অফিসার মো: মনিরজ্জামান, নির্বাহী প্রকৌশলী শেখ মো: মাসুদ করিম, আর্কিটেক্ট রেজবিনা খানম, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশিদ, এস্টেট অফিসার গাজী সালাউদ্দিন, খুলনা ওয়াসা’র উপব্যবস্থাপনা পরিচালক (অর্থ ও প্রশাসন) ঝুমুর বালা, ইউনিসেফ-এর খুলনা বিভাগীয় প্রধান মো: কাওসার হোসেন, প্রকল্পের উপদেষ্টা প্রকৌশলী মো: আব্দুল আজিজ, ওয়াশ অফিসার আশফাকুর রহমান সজিবসহ ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট