পাইকগাছা(খুলনা)প্রতিনিধি::পাইকগাছায় কেন্দ্রীয় বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু বলেছেন, “পিআর পদ্ধতির কথা বলে যারা জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত করতে চায়, তারা প্রকৃতপক্ষে শেখ হাসিনার ফ্যাসিবাদকে প্রতিষ্ঠা করতে চায়।”
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে পাইকগাছা পৌর বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৫ এর প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জয়ন্ত কুন্ডু আরও বলেন, “স্বৈরাচার আ’লীগ সরকারের পতনের পর দেশে দ্রুত নির্বাচন না হলে উন্নয়ন পিছিয়ে যাবে। সৎ লোকের শাসনের কথা বলে যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে শ্লোগান দেন, তারাই এক সময় বিএনপি’র ঘাড়ে চড়ে এমপি-মন্ত্রী হয়েছেন।”
দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে তিনি সতর্ক করে বলেন, “কেউ শালিস-বিচারের নামে আদালত বসাবেন না। দখলবাজি-চাঁদাবাজিতে জড়ালে দলের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
সম্মেলনের প্রথম অধিবেশনে পৌর বিএনপি’র আহবায়ক আসলাম পারভেজের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মোল্লা খায়রুল ইসলাম, শেখ তৈয়েবুর রহমান, সুলতান মাহমুদ, সদস্য মল্লিক আঃ সালাম ও এনামুল হক সজল।
এছাড়া উপজেলা বিএনপি’র আহবায়ক ডাঃ আব্দুল মজিদ ও সদস্য সচিব এসএম ইমদাদুল হকসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে পৌর বিএনপি’র সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে ৩ জনসহ মোট ৭ প্রার্থীর মধ্যে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৫৯৮ জন ভোটার এতে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
Leave a Reply