1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
বেবিচকের হাতে দেশের সব বিমানবন্দরের একক নিয়ন্ত্রণ: নতুন যুগের সূচনা অনলাইন জুয়ার শাস্তি ১ কোটি টাকা অর্থদণ্ড ও ২ বছরের কারাদণ্ড নির্বাচনসহ ৫-দফা দাবিতে বন্দর নগরী বেনাপোলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর লিফলেট বিতরণ পাইকগাছায় ভেজাল বিরোধী অভিযানে ৩ ব্যবসায়ীকে জরিমানা মালয়েশিয়ায় পাচারের প্রস্তুতিকালে ৬৬ জনকে উদ্ধার করেছে নৌবাহিনী ও কোস্টগার্ড পাইকগাছায় বিএনপি নেতার রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ মাদক পাচারের অভিযোগ ভারতীয় ব্যবসায়ীদের ভিসা বাতিল সৌদি-পাকিস্তান ন্যাটো ধাঁচের প্রতিরক্ষা চুক্তি: দুই দেশে প্রশংসার ঢেউ শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তার দায়িত্বে ফিরছে এপিবিএন গানের শিক্ষক নিয়োগের সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ

পাইকগাছায় ভেজাল বিরোধী অভিযানে ৩ ব্যবসায়ীকে জরিমানা

  • প্রকাশিত: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩ বার পড়া হয়েছে

এম জালাল উদ্দীন:পাইকগাছা:: খুলনার পাইকগাছায় ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্যের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে তিন ব্যবসায়ীকে মোট ৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) উপজেলা সদরের প্রাণকেন্দ্র জিরোপয়েন্ট এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। তিনি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাজারে অবস্থিত মিষ্টি ও ফলের দোকানগুলোতে তদারকি কার্যক্রম পরিচালনা করেন।

অভিযানে দেখা যায়, অনেক দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণ করা হচ্ছে। কোথাও মূল্য তালিকা প্রদর্শন করা হয়নি, আবার কোথাও মেয়াদোত্তীর্ণ খাবার রেখে বিক্রি করা হচ্ছিল। এসব অপরাধে মিষ্টি ব্যবসায়ী কনক কুমার ঘোষকে ৩ হাজার টাকা, ফল ব্যবসায়ী শাহদাৎ হোসেনকে ৩ হাজার টাকা এবং আরিফুর রহমানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

ইউএনও মাহেরা নাজনীন এ সময় ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, ভোক্তার স্বাস্থ্য ও অধিকার রক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি ব্যবসায়ীদের পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি করার পাশাপাশি মূল্য তালিকা টানানোর নির্দেশনা দেন।

অভিযানে উপজেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা উদয় কুমার মণ্ডল এবং পেশকার তুহিন বিশ্বাস উপস্থিত ছিলেন।

স্থানীয় ভোক্তারা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত অভিযানের মাধ্যমে নকল ও ভেজাল প্রতিরোধ করা সম্ভব হলে সাধারণ মানুষ নিরাপদ খাবার পাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট