1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৮:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
নারী কাবাডি বিশ্বকাপে বাংলাদেশ দেখালো টেকনিকের জাদু রাজধানীতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না-প্রধান উপদেষ্টা শেখ হাসিনাকে কেন বাংলাদেশে ফেরত পাঠাবে না ভারত চিতলমারী সবুজ সংঘ ক্লাবে সাধারণ সভা অনুষ্ঠিত হাসিনার মৃত্যুদণ্ডাদেশ ভুক্তভোগীদের জন্য ‘গুরুত্বপূর্ণ মুহূর্ত’: জাতিসংঘ ঢাকায় ১০ মাসে ১৯৮টি হত্যাকাণ্ড: ডিএমপি চূড়ান্ত তালিকা প্রকাশ ভোট দিতে পারবেন ১২ কোটি ৭৭ লাখ চট্রগ্রামে ট্রলিং বোটসহ ১৮ জেলেকে আটক করেছে কোস্টগার্ড নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য আয়োজনে ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও স্থায়ী ক্যাম্পাস নির্মাণ কাজের উদ্বোধন

পাইকগাছায় ভোরবেলার গাছের চারার হাট জমে উঠেছে

  • প্রকাশিত: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৭ বার পড়া হয়েছে

এম জালাল উদ্দীন:পাইকগাছা:: খুলনার পাইকগাছা উপজেলার ঐতিহ্যবাহী গদাইপুর বাজারে ভোরবেলার গাছের চারার হাট এখন ক্রেতা-বিক্রেতায় মুখরিত। হাটে প্রতিদিন ভোর থেকে সকাল ১০টার মধ্যেই শেষ হয়ে যায় চারার বেচাকেনা। তবে স্থানীয় চাহিদা মেটাতে বিকেল বেলাতেও আংশিকভাবে চারার হাট বসে।

বর্ষাকাল বৃক্ষরোপণের উপযুক্ত সময়। আষাঢ়-শ্রাবণ মাস পেরিয়ে গেলেও এখনও বর্ষার মতো বৃষ্টি হচ্ছে, ফলে চারা রোপণের আদর্শ পরিবেশ বিরাজ করছে। এ কারণে গদাইপুরের ভোরবেলার হাটে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ, ফুল ও ঔষধি গাছের চারা ক্রয়-বিক্রয়ে হিড়িক পড়েছে।

গদাইপুরের এই চারার হাট শুধু পাইকগাছার নয়, পুরো দক্ষিণাঞ্চলের মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। কয়রা, দেবহাটা, তালা, আশাশুনি, পাটকেলঘাটা, কুলিয়া, আঠার মাইলসহ বিভিন্ন এলাকার ব্যবসায়ী ও খুচরা ক্রেতারা ভোরের এই হাট থেকে চারা কিনে নিয়ে যাচ্ছেন। রাতের আঁধারেই অনেক ব্যবসায়ী দূরদূরান্ত থেকে রওনা দিয়ে ভোরে গদাইপুর পৌঁছে থাকেন। পরে সেসব চারা বিভিন্ন হাটে বিক্রি করেন তারা।

গদাইপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে ছোট-বড় প্রায় সাড়ে চারশ’ নার্সারি রয়েছে। এখানকার নার্সারিগুলোতে উৎপাদিত চারা দেশব্যাপী সরবরাহ করা হচ্ছে। ফলশ্রুতিতে গদাইপুর নার্সারির সুনাম এখন দেশের নানা প্রান্তে ছড়িয়ে পড়েছে।

চারা ব্যবসায়ী মোবারক হোসেন ও মিজানুর রহমান জানান, “এবার প্রচুর বৃষ্টি হচ্ছে। ফলে চারার চাহিদা বেড়েছে, আর বিক্রিও ভালো হচ্ছে।

হাটে আম, কাঁঠাল, জাম, জামরুল, লিচু, কদবেল, বিভিন্ন জাতের কুল, পেয়ারা, বাতাবি লেবু, মাল্টা, কমলা, দেশি-বিদেশি নারিকেল, সুপারী, মেহগনি, সিরিশ, লম্বুসহ নানা প্রজাতির চারা পাওয়া যাচ্ছে। সর্বনিম্ন ২০ টাকা থেকে সর্বোচ্চ ৬০০ টাকা পর্যন্ত দামে এসব চারা বিক্রি হচ্ছে। মাল্টা, কমলা ও বিদেশি নারিকেলের চারা দাম তুলনামূলক বেশি—৫০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত।

পাইকগাছা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ একরামুল হোসেন বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষের অবদান অপরিসীম। পরিবারের পুষ্টি চাহিদা পূরণে প্রত্যেককে বাড়ির আঙিনায় অন্তত চার-পাঁচটি ফলদ বৃক্ষ রোপণ করতে হবে। ভোরের হাট থেকে চারা কিনলে সূর্যের তাপ ছাড়াই ক্রেতারা সুস্থ ও সবল চারা গন্তব্যস্থলে পৌঁছে নিতে পারেন। এতে চারার মানও ভালো থাকে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট