1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০১:৩৭ অপরাহ্ন
সর্বশেষ :
এখনো ছুটছে ফ্লোটিলার ৪ জাহাজ, ফিলিস্তিনের জলসীমায় পৌঁছেছে দুটি গাজার জলসীমায় পৌঁছে গেছে সুমুদ ফ্লোটিলার জাহাজ ভাষা সংগ্রামী আহমদ রফিক আর নেই প্রতিমা বিসর্জনে শেষ হলো শারদীয় দুর্গাপূজা দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দুর্দান্ত জয় দিয়ে নারী বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের ইলিশ সংরক্ষণে চাঁদপুরে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে কোস্টগার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টেকনাফে কোস্টগার্ড ও নৌবাহিনীর অভিযানে বন্দী থাকা নারী ও শিশুসহ উদ্ধার ২১ মহেশখালীতে কোস্টগার্ডের অভিযানে অস্ত্র গোলাবারুদসহ তিন সন্ত্রাসী আটক

চিতলমারীতে প্রস্তুতিমূলক সভায় প্রশাসনের প্রতি হিন্দু নেতাদের সন্তোষ প্রকাশ

  • প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৫ বার পড়া হয়েছে

চিতলমারী প্রতিনিধি:: বাগেরহাটের চিতলমারী উপজেলায় এ বছর ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে ১৫২টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা পালিত হবে। পূজাকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে মাঠে থাকবে কঠোর নিরাপত্তা। এ লক্ষে সোমবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, হিন্দু সংগঠনের নেতারা ও ১৫২টি মন্দিরের সভাপতি এবং সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। সভায় স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দদের প্রতি উপন্থিত হিন্দু নেতৃবৃন্দরা সন্তোষ প্রকাশ করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে ও উপজেলা প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেনের সঞ্চলনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) দিলরুবা সুলতানা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চিতলমারী উপজেলা কমান্ডের আহবায়ক এফ এম ফরহাদ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাস, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা গাজী মুনিরুজ্জামান, সেক্রটারী জাহিদুজ্জামান নান্না, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. ফজলুল হক, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রুনা গাজী, ইসলামী আন্দোলন বাংলাদেশ চিতলমারী উপজেলা শাখার সভাপতি ডা. আবুল কালাম কাজী, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক নিয়ামত আলী খান, আনসার ভিডিপি কর্মকর্তা সালমা আক্তার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কামরুজ্জামান খান পিকলু, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি জওহর লাল সরকার, সাধারন সম্পাদক মানবেন্দ্র সরকার, চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সেলিম সুলতান সাগর ও হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান কল্যান ফ্রন্টের চিতলমারী উপজেলা শাখার সদস্য সচিব অনুপম সাহা।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন বলেন, ‘চিতলমারী উপজেলার ৭টি ইউনিয়নে এ বছর মোট ১৫২টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এরমধ্যে ১০টি মন্দিরে নীল বাসন্তী পূজা হয়। বাকী ১৪২টি মন্দিরে মধ্যে অধিক গুরুত্বপূর্ণ ২১টি, গুরুত্বপূর্ণ ২৬ টি ও সাধারন মন্দির ৯৫টি। শারদীয় দুর্গাপূজাকে ঘিরে আমাদের কয়েক স্তরের নিরাপত্তা বলয় রয়েছে।’ #

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট