1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৩:১৬ অপরাহ্ন
সর্বশেষ :
এখনো ছুটছে ফ্লোটিলার ৪ জাহাজ, ফিলিস্তিনের জলসীমায় পৌঁছেছে দুটি গাজার জলসীমায় পৌঁছে গেছে সুমুদ ফ্লোটিলার জাহাজ ভাষা সংগ্রামী আহমদ রফিক আর নেই প্রতিমা বিসর্জনে শেষ হলো শারদীয় দুর্গাপূজা দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দুর্দান্ত জয় দিয়ে নারী বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের ইলিশ সংরক্ষণে চাঁদপুরে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে কোস্টগার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টেকনাফে কোস্টগার্ড ও নৌবাহিনীর অভিযানে বন্দী থাকা নারী ও শিশুসহ উদ্ধার ২১ মহেশখালীতে কোস্টগার্ডের অভিযানে অস্ত্র গোলাবারুদসহ তিন সন্ত্রাসী আটক

পাইকগাছায় সোনালি প্রতিমা দর্শনার্থীদের নজর কাড়ছে

  • প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৬ বার পড়া হয়েছে

পাইকগাছা(খুলনা)প্রতিনিধি:: খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে এবার শারদীয় দুর্গোৎসবে ব্যতিক্রমী আয়োজন করে সবার দৃষ্টি কেড়েছে একটি মন্দির। কপিলমুনি পূর্বপাড়া হরিসভা পূজা মন্দির কমিটির উদ্যোগে তৈরি করা হয়েছে সোনালি রঙের প্রতিমা। নোয়াকাটি গ্রামের ভাস্কর নিমাই বিশ্বাসের সুনিপুণ শিল্পকর্মে দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিকসহ প্রতিমাগুলো সাজানো হয়েছে বর্ণাঢ্য সাজে।

আগামী ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠী থেকে শুরু হয়ে ২ অক্টোবর বিজয়া দশমীতে শেষ হবে এবারের দুর্গাপূজা। পাইকগাছা উপজেলায় মোট ১৪৪টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে।

পূর্বপাড়া হরিসভা পূজা মন্দির কমিটির কোষাধ্যক্ষ জগদীশ ভৌমিক জানান, প্রতিবারের চেয়ে এবারের আয়োজন কিছুটা ভিন্ন। প্রতিমার পাশাপাশি দৃষ্টিনন্দন প্যান্ডেল, গেট ও লাইটিং সবার মন কাড়বে।

কমিটির সভাপতি সুদাম পাল ও সাধারণ সম্পাদক কৃষেন্দু দত্ত বলেন, দেবী দুর্গার আগমন উপলক্ষে মন্দিরকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। সরকারের জারিকৃত নীতিমালা মেনে পূজার সকল কার্যক্রম পরিচালিত হচ্ছে। পাশাপাশি নিরাপত্তার দিকেও প্রশাসনের সহযোগিতায় সজাগ দৃষ্টি রাখা হয়েছে।

হিন্দু ধর্মশাস্ত্রে সোনা জ্ঞান, শিক্ষা ও ধার্মিকতার প্রতীক হিসেবে বিবেচিত। দেব-দেবীর অলংকারে সোনার ব্যবহার প্রাচীনকাল থেকেই প্রচলিত। তবে বর্তমান সময়ে অনেক প্রতিমা আধুনিক ধাঁচে ও নানা বর্ণে নির্মিত হচ্ছে। শাস্ত্রানুযায়ী দেবীর রঙ অসুরের রঙের সাথে মিলবে না, যদিও সময়ের পরিক্রমায় নানা বৈচিত্র্যের প্রতিমা গড়ে উঠছে।

তবে ভক্তদের বিশ্বাস—দেবী দুর্গা সর্বময়ী ও অপার মহিমাময়ী। ভক্তদের ভিন্নধর্মী আয়োজনকে তিনি স্নেহ ও সহিষ্ণুতার সঙ্গে গ্রহণ করেন। আর সেই বিশ্বাসের প্রতিফলনেই কপিলমুনির সোনালি প্রতিমা এখন দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট