1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৬:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
নারী কাবাডি বিশ্বকাপে বাংলাদেশ দেখালো টেকনিকের জাদু রাজধানীতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না-প্রধান উপদেষ্টা শেখ হাসিনাকে কেন বাংলাদেশে ফেরত পাঠাবে না ভারত চিতলমারী সবুজ সংঘ ক্লাবে সাধারণ সভা অনুষ্ঠিত হাসিনার মৃত্যুদণ্ডাদেশ ভুক্তভোগীদের জন্য ‘গুরুত্বপূর্ণ মুহূর্ত’: জাতিসংঘ ঢাকায় ১০ মাসে ১৯৮টি হত্যাকাণ্ড: ডিএমপি চূড়ান্ত তালিকা প্রকাশ ভোট দিতে পারবেন ১২ কোটি ৭৭ লাখ চট্রগ্রামে ট্রলিং বোটসহ ১৮ জেলেকে আটক করেছে কোস্টগার্ড নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য আয়োজনে ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও স্থায়ী ক্যাম্পাস নির্মাণ কাজের উদ্বোধন

খুলনা বিভাগে ৪২ লাখ শিশু পাবে বিনামূল্যে টাইফয়েড টিকা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: টাইফয়েড জ¦র থেকে শিশুকে সুরক্ষিত রাখতে সরকারের ইপিআই কর্মসূচির আওতায় আগামী ১২ অক্টোবর থেকে দেশব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ পালিত হবে। এ ক্যাম্পেইনের আওতায় বিভাগীয় পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটি পর্যায়ে ৪২ লাখ ৫৯ হাজার তিনশত ৭৮ শিশুকে টাইফয়েড টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মঙ্গলবার দুপুরে খুলনা সিএসএস আভা সেন্টারে বিভাগীয় অ্যাডভোকেসি সভায় এ তথ্য জানান। বিভাগীয় স্বাস্থ্য দপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।
সভায় প্রধান অতিথি অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) দেবপ্রসাদ পাল টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন এবং টাইফয়েড টিকার প্রয়োজনীয়তা সম্পর্কে পরিবার ও প্রতিবেশীদের অবহিতকরণের ওপর গুরুত্বারোপন করেন। তিনি নির্দিষ্ট দিনে টিকা নিতে টিকাদান কেন্দ্রে শিক্ষার্থীদের আসতে উদ্বুদ্ধ করতে সকলের প্রতি আহবান জানান।
সভায় জানানো হয়, খুলনা বিভাগের ১০ জেলার ৩২ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে এবং কমিউনিটি পর্যায়ে ক্যাম্পেইন পরিচালিত হবে। প্রথম পর্যায়ে ১২ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত এবং দ্বিতীয় পর্যায়ে ১ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত এ ক্যাম্পেইন পরিচালিত হবে। খুলনা বিভাগে এপর্যন্ত অনলাইনে ১১ লাখের মতো নিবন্ধন করা হয়েছে। শিক্ষা বহির্ভূত নয় মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশুদের এবং শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণি বা সমমান শ্রেণির সকল শিক্ষার্থীকে এক ডোজ টিসিভি টিকা প্রদান করা হবে। এই টিকা পেতে জন্ম নিবন্ধন সনদের তথ্য (১৭ ডিজিট) দিয়ে িি.িাধীবঢ়র.মড়া.নফ ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে।
খুলনা স্বাস্থ্য দপ্তরের বিভাগীয় পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মোঃ মুজিবুর রহমানের সভাপতিত্বে অ্যাডভোকেসি সভায় ইপিআই এন্ড সার্ভিলেন্স এর উপপরিচালক ডা. মোহাম্মদ শাহারিয়ার সাজ্জাদ, খুলনা পরিবার পরিকল্পনা দপ্তরের উপপরিচালক মোঃ আকিব উদ্দিন, ইউনিসেফ খুলনা চিফ মোঃ কাউসার হোসেন প্রমুখ বক্তৃতা করেন। সভায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টশনের মাধ্যমে টিকাদান সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন বিশ^ স্বাস্থ্য সংস্থার কো-অর্ডিনেটর ডা. মোঃ আরিফুল ইসলাম।
অ্যাডভোকেসি সভায় খুলনা বিভাগের ১০ জেলার সিভিল সার্জন, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, স্কুলের শিক্ষক ও ইমামগণ অংশ গ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট