1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৮:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
এখনো ছুটছে ফ্লোটিলার ৪ জাহাজ, ফিলিস্তিনের জলসীমায় পৌঁছেছে দুটি গাজার জলসীমায় পৌঁছে গেছে সুমুদ ফ্লোটিলার জাহাজ ভাষা সংগ্রামী আহমদ রফিক আর নেই প্রতিমা বিসর্জনে শেষ হলো শারদীয় দুর্গাপূজা দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দুর্দান্ত জয় দিয়ে নারী বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের ইলিশ সংরক্ষণে চাঁদপুরে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে কোস্টগার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টেকনাফে কোস্টগার্ড ও নৌবাহিনীর অভিযানে বন্দী থাকা নারী ও শিশুসহ উদ্ধার ২১ মহেশখালীতে কোস্টগার্ডের অভিযানে অস্ত্র গোলাবারুদসহ তিন সন্ত্রাসী আটক

নির্বাচনে মাঠে থাকবে তিন বাহিনীসহ সব সংস্থা-স্বরাষ্ট্র উপদেষ্টা

  • প্রকাশিত: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৯ বার পড়া হয়েছে

ডেস্ক:: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীসহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

বুধবার দুপুরে চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।

উপদেষ্টা বলেন, ‘বর্তমানে মাঠে ৩০ হাজার সেনাসদস্য রয়েছে। নির্বাচনের সময় এই সংখ্যা এক লাখ পর্যন্ত বাড়ানো হবে। সেনাবাহিনীর পাশাপাশি নৌবাহিনী ও বিমানবাহিনীও দায়িত্ব পালন করবে। এ ছাড়া পুলিশ, র‌্যাব, বিজিবি, কোস্ট গার্ড ও আনসার বাহিনী একযোগে কাজ করবে যাতে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।’

তিনি আরও বলেন, ‘সুষ্ঠু নির্বাচন শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর করে না, এটি নির্ভর করে জনগণের অংশগ্রহণ ও সচেতনতার ওপর।’

চট্টগ্রামে সম্প্রতি পুলিশের ওপর হামলা ও অস্ত্র লুটের প্রসঙ্গে তিনি বলেন, ‘অস্ত্র উদ্ধারে পুলিশ কাজ করছে। কিছু অস্ত্র এখনো উদ্ধার হয়নি। চট্টগ্রাম একটি বিশেষ ভৌগোলিক অঞ্চল—এখানে পাহাড়, সমুদ্র ও সমতল ভূমি রয়েছে, যার ফলে অভিযান পরিচালনা কিছুটা জটিল হয়ে পড়ে। তবে নির্বাচন পূর্ববর্তী সময়ের মধ্যেই আরও অস্ত্র উদ্ধার হবে।’

তিনি জানান, আসন্ন নির্বাচনের জন্য পুলিশের প্রশিক্ষণ ইতোমধ্যে শুরু হয়ে গেছে।

পাশ্ববর্তী দেশের গুজব নিয়ে সাংবাদিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘প্রথম দিকে আমাদের পাশের দেশ থেকে অনেক বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর চেষ্টা হয়েছিল। সাংবাদিকদের কারণে তারা সফল হয়নি। সামনে দুর্গাপূজাকে কেন্দ্র করে আবারও গুজব ছড়ানোর চেষ্টা হতে পারে। তাই গণমাধ্যমকে অনুরোধ করবো, অতীতের মতোই দায়িত্বশীল ভূমিকা রাখুন, যেন জনগণ সত্য তথ্য পায়।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট