1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৪:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
নারী কাবাডি বিশ্বকাপে বাংলাদেশ দেখালো টেকনিকের জাদু রাজধানীতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না-প্রধান উপদেষ্টা শেখ হাসিনাকে কেন বাংলাদেশে ফেরত পাঠাবে না ভারত চিতলমারী সবুজ সংঘ ক্লাবে সাধারণ সভা অনুষ্ঠিত হাসিনার মৃত্যুদণ্ডাদেশ ভুক্তভোগীদের জন্য ‘গুরুত্বপূর্ণ মুহূর্ত’: জাতিসংঘ ঢাকায় ১০ মাসে ১৯৮টি হত্যাকাণ্ড: ডিএমপি চূড়ান্ত তালিকা প্রকাশ ভোট দিতে পারবেন ১২ কোটি ৭৭ লাখ চট্রগ্রামে ট্রলিং বোটসহ ১৮ জেলেকে আটক করেছে কোস্টগার্ড নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য আয়োজনে ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও স্থায়ী ক্যাম্পাস নির্মাণ কাজের উদ্বোধন

পাইকগাছায় চিংড়িতে পুশ বিরোধী অভিযানে তিন ব্যবসায়ীকে জরিমানা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: পাইকগাছায় চিংড়িতে অপদ্রব্য পুশের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য বিভাগ। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সোলাদানা ইউনিয়নের ভিলেজ পাইকগাছা ও আশপাশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক।

অভিযানকালে চিংড়িতে অপদ্রব্য পুশ করার অপরাধে ভিলেজ পাইকগাছার মৃণাল কান্তি সরদার ও রিপন ঢালী এবং দক্ষিণ কাইমুখী গ্রামের গোবিন্দ লালকে মোট ১০ হাজার টাকা প্রশাসনিক জরিমানা করা হয়। পাশাপাশি জব্দকৃত প্রায় ২০ কেজি চিংড়ি ধ্বংস করা হয়।

অভিযানে মেরিন ফিশারিজ কর্মকর্তা তরিকুল ইসলাম, নৌ-পুলিশের উপ-পরিদর্শক আব্দুস সবুর, পাইকগাছা মৎস্য আড়ৎদারি সমিতির সাধারণ সম্পাদক বেল্লাল মোড়ল নির্বাহী সদস্য ফুলমিয়া সরদার, মোঃ হাফিজুর রহমান সহ সঙ্গীয় ফোর্স অংশগ্রহণ করেন।

এ বিষয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক বলেন, চিংড়িতে অপদ্রব্য পুশ একটি দণ্ডনীয় অপরাধ। কিছু অসাধু ব্যবসায়ী অতি মুনাফার আশায় এ ধরনের অনৈতিক কাজে লিপ্ত হচ্ছে। এটি শুধু আইনবিরোধী নয়, জনস্বাস্থ্যের জন্যও মারাত্মক ক্ষতিকর। ভোক্তারা যেন ভেজালমুক্ত ও নিরাপদ মাছ-চিংড়ি পান সেজন্য নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। এবং জনস্বার্থে এটা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, আমাদের দেশের চিংড়ি বিশ্ববাজারে একটি গুরুত্বপূর্ণ রপ্তানি পণ্য। অথচ কিছু অসাধু ব্যবসায়ীর এ ধরনের কর্মকাণ্ড পুরো শিল্পকে ঝুঁকির মুখে ফেলে দিচ্ছে। তাই সবাইকে একযোগে এগিয়ে আসতে হবে।

উল্লেখ্য, চিংড়িতে অপদ্রব্য পুশ করে কৃত্রিমভাবে ওজন বাড়ানো হয়, যা ক্রেতাদের ঠকানোর পাশাপাশি স্বাস্থ্যঝুঁকি বাড়ায়। প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কড়া নজরদারির কারণে পাইকগাছায় এ ধরনের অপরাধ আগের তুলনায় একটু কমে এলেও এখনও পুরোপুরি বন্ধ হয়নি। এ জন্য জনসচেতনতার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযানকে ভোক্তারা স্বাগত জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট