বাগেরহাট প্রতিনিধি :: বাগেরহাটে মামলা প্রত্যাহার না করায় কাকড়া হ্যাচারি মালিক বেল্লাল মোল্লাকে বেঁধে রেখে ঘরে আগুন দিয়ে হত্যার চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।
এ ঘটনার বিচার দাবিতে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী বেল্লাল মোল্লা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, দীর্ঘদিন ধরে তার স্ত্রী আয়শা বেগম ও স্ত্রীর আত্মীয় শফিক শেখসহ কয়েকজন তার ওপর বিভিন্নভাবে নির্যাতন ও হুমকি দিয়ে আসছিলেন। একাধিক পারিবারিক বিরোধ ও মামলার জেরে তারা তাকে মামলা তুলে নিতে চাপ দিচ্ছিলেন। মামলা প্রত্যাহার না করায় সম্প্রতি তার কাকড়া হ্যাচারিতে গিয়ে আয়শা বেগম, শফিক শেখ, রাজা শেখ, মোহাম্মদ আলী শেখ, মারুফ শেখ, ওসমান শেখ, জোবায়ের শেখসহ কয়েকজন মিলে তাকে বেঁধে ঘরে আগুন ধরিয়ে দেন।
বেল্লাল আরও বলেন, “আমাকে বেঁধে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়। আগুনে আমার শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়। আমার মোবাইল ফোন, ৭০ হাজার টাকা ও মামলার গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নেয় তারা। পরে স্থানীয়রা আমাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে বাগেরহাট সদর হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়, সেখানে আমি ছয় দিন চিকিৎসাধীন ছিলাম।”
তিনি দাবি করেন, তার স্ত্রী আয়শা বেগমের শফিক শেখের সঙ্গে অবৈধ সম্পর্ক রয়েছে, যা নিয়ে বিরোধের জেরেই এই হামলা চালানো হয়েছে। এর আগে আয়শার বিরুদ্ধে তিনি একাধিক মামলা করেছিলেন, যার কারণে আসামিপক্ষ তাকে হুমকি ও হয়রানি করে আসছিল।
সংবাদ সম্মেলনে বেল্লাল মোল্লা ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
Leave a Reply