1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৮:১২ পূর্বাহ্ন
সর্বশেষ :
এখনো ছুটছে ফ্লোটিলার ৪ জাহাজ, ফিলিস্তিনের জলসীমায় পৌঁছেছে দুটি গাজার জলসীমায় পৌঁছে গেছে সুমুদ ফ্লোটিলার জাহাজ ভাষা সংগ্রামী আহমদ রফিক আর নেই প্রতিমা বিসর্জনে শেষ হলো শারদীয় দুর্গাপূজা দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দুর্দান্ত জয় দিয়ে নারী বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের ইলিশ সংরক্ষণে চাঁদপুরে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে কোস্টগার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টেকনাফে কোস্টগার্ড ও নৌবাহিনীর অভিযানে বন্দী থাকা নারী ও শিশুসহ উদ্ধার ২১ মহেশখালীতে কোস্টগার্ডের অভিযানে অস্ত্র গোলাবারুদসহ তিন সন্ত্রাসী আটক

শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকবে নৌবাহিনী-রিয়ার এডমিরাল জাকির হোসেন

  • প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৭ বার পড়া হয়েছে

মনির হোসেন, মোংলা:: খুলনা নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার এডমিরাল এ কে এম জাকির হোসেন বলেছেন, শান্তিপূর্ণ সম্প্রীতি বজায় রেখে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকবে নৌবাহিনী। সরকারের নির্বাহী আদেশে শান্তি শৃংখলা বজায় রেখে আনন্দঘন পরিবেশে পূজা উদযাপনের লক্ষে প্রতিটি পূজা মন্ডপে নৌবাহিনীর কন্টিনজেন্ট নিয়মিত টহল প্রদানের পাশাপাশি সামগ্রিক নিরাপত্তায় নিয়োজিত রয়েছে।

২৯ সেপ্টেম্বর সোমবার দুপুর ১২টায় মোংলার দিগরাজ বাজার সার্বজনীন দুর্গা পূজামন্ডপ পরিদর্শনে এসে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মত বিনিময়কালে এসব কথা বলেন তিনি।

বাংলাদেশ নৌবাহিনীর এ কর্মকর্তা আরো বলেন, নৌবাহিনী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পূজা উদযাপন কমিটির সদস্যদের সঙ্গে সমন্বয় রেখে ঘনিষ্ঠভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। শারদীয় দুর্গাপূজা সবার জন্য শান্তিপূর্ণ ও নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিহত করতে নৌবাহিনী তৎপর রয়েছে।

এছাড়াও নৌবাহিনীর পক্ষ থেকে আরো জানানো হয়, শারদীয় দুর্গা পূজা উপলক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী বরগুনা, ভোলা, টেকনাফ, কক্সবাজার, চট্টগ্রাম, সেন্টমার্টিন, সন্দীপ, হাতিয়া, মহেশখালী, কুতুবদিয়া, খুলনা, বাগেরহাট ও উপকূলীয় বিভিন্ন অঞ্চলসহ দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে নৌবাহিনী নিরাপত্তা জোরদার করেছে। পূজা চলাকালীন নৌবাহিনী সার্বক্ষণিক টহল কার্যক্রম পরিচালনার পাশাপাশি কো-অর্ডিনেশন ও মনিটরিং সেল স্থাপন করেছে। পূজামন্ডপসহ দেশের গুরুত্বপূর্ণ এলাকায় কঠোর নজরদারি বজায় রাখা হচ্ছে। সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে ও জরুরি প্রয়োজনে বিশেষ অভিযানিক টিম গঠন করা হয়েছে, যাতে ধর্মীয় এই উৎসব নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উদ্যাপন করা যায়। নারী ও শিশুদের নিরাপত্তায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট