চিতলমারী প্রতিনিধি:: বাংলাদেশ জামায়াতে ইসলামী চিতলমারী উপজেলা শাখার নেতৃবৃন্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় তাঁরা উপজেলার পূজা মন্ডপ পরিদর্শন শুরু করেন। পরিদর্শন বহরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনিত বাগেরহাট-১ আসনের প্রার্থী, কেন্দ্রীয় শূরা সদস্য ও বাগেরহাট জেলা শাখার সাবেক আমীর এবং বতর্মান জেলার দায়িত্বপ্রাপ্ত কেয়ারটেকার অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মজলিসের শূরা ও কর্মপরিষদ সদস্য এবং যুব বিভাগের বাগেরহাট জেলা শাখার সভাপতি শেখ মঞ্জুরুল হক রাহাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের সদস্য বিশিষ্ট ব্যবসায়ী শেখ কামরুল ইসলাম।
চিতলমারী উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা গাজী মুনিরুজ্জামানের নেতৃত্বে পরিদর্শন দলে অন্যান্যের মধ্যে উপস্থিত উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী জাহিদুজ্জামান নান্না, সাবেক আমির মাওলানা মাসুম বিল্লাহ ফরাজী ও বর্তমান সাংগঠনিক সম্পাদক মাওলনা মিরাজুল ইসলাম।
জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ এ সময় চিতলমারী সদর বাজার, ব্রহ্মগাতী, পঞ্চপল্লী, দড়িউমাজুড়ি, খাসেরহাট, চন্ডিভিটা, হিজলা, বোয়ালিয়া, বাদামতলা ও মাছুয়ারকুল সার্বজনীন দুর্গা মন্দিরসহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং মন্দিরের সভাপতি, সম্পাদকসহ পূজারীদের খোঁজ-খবর নেন।
Leave a Reply