চিতলমারী প্রতিনিধি :: বাংলাদেশ জামায়াতে ইসলামী চিতলমারী উপজেলা শাখার নেতৃবৃন্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নবমীর দিনে পূজা মন্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন। বুধবার (০১ অক্টোবর) বিকেল ৫ টায় তাঁরা উপজেলার সন্তোষপুর ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন শুরু করেন। পরিদর্শন দলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের আজীবন সদস্য বিশিষ্ট ব্যবসায়ী শেখ কামরুল ইসলাম।
চিতলমারী উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা গাজী মুনিরুজ্জামানের নেতৃত্বে পরিদর্শন দলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী জাহিদুজ্জামান নান্না, পিরোজপুরের মাহামুদিয়া মাদ্রসার অধ্যক্ষ মাওলনা গাজী রুহুল আমিন, মাওলানা গাজী আনিসুর রহমান, সন্তোষপুর ইউনিয়ন জামায়াতে ইসলামির সভাপতি মাওলানা সেকেন্দার আলী, অসিত কুমার ও শিক্ষক অপূর্ব প্রমূখ।
জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ এ সময় সন্তোষপুর ইউনিয়নের দড়িউমাজুড়ি, সাড়েচারআনি ও কালিগঞ্জ সার্বজনীন দুর্গা মন্দিরসহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং মন্দিরের সভাপতি, সম্পাদকসহ পূজারীদের খোঁজ-খবর নেন। #
Leave a Reply