1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ১০:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
নারী কাবাডি বিশ্বকাপে বাংলাদেশ দেখালো টেকনিকের জাদু রাজধানীতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না-প্রধান উপদেষ্টা শেখ হাসিনাকে কেন বাংলাদেশে ফেরত পাঠাবে না ভারত চিতলমারী সবুজ সংঘ ক্লাবে সাধারণ সভা অনুষ্ঠিত হাসিনার মৃত্যুদণ্ডাদেশ ভুক্তভোগীদের জন্য ‘গুরুত্বপূর্ণ মুহূর্ত’: জাতিসংঘ ঢাকায় ১০ মাসে ১৯৮টি হত্যাকাণ্ড: ডিএমপি চূড়ান্ত তালিকা প্রকাশ ভোট দিতে পারবেন ১২ কোটি ৭৭ লাখ চট্রগ্রামে ট্রলিং বোটসহ ১৮ জেলেকে আটক করেছে কোস্টগার্ড নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য আয়োজনে ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও স্থায়ী ক্যাম্পাস নির্মাণ কাজের উদ্বোধন

স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে কমিউনিটি কেন্দ্রিক সচেতনতা বৃদ্ধি করতে হবে-মো: ফিরোজ সরকার

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মো: ফিরোজ সরকার বলেছেন, স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে কমিউনিটি কেন্দ্রিক নেতৃবৃন্দের এগিয়ে আসা প্রয়োজন। সকলকে নিয়ে কাজ করার ইচ্ছা ব্যক্ত করে প্রশাসক বলেন, ধারাবাহিকভাবে নগরীর সকল এলাকা পরিচ্ছন্ন করা হবে। কিন্তু পরিচ্ছন্ন পরিবেশ ধরে রাখা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সে কারণে নির্দিষ্ট স্থানে বর্জ্য সংরক্ষণের বিষয়ে কমিউনিটি পর্যায়ে সচেতনতা বৃদ্ধিতে কেসিসি’র পাশাপাশি সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের এগিয়ে আসতে হবে।

কেসিসি প্রশাসক মঙ্গলবার সকালে নগরীর একটি অভিজাত হোটেলে আয়োজিত ‘‘স্ট্রেনদেনিং কমিউনিটি এনগেজমেন্ট ফর হেলথ এন্ড ওয়েল-বিয়িং’’ শীর্ষক কর্মশালার উদ্বাধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। বিশ^ স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় স্বাস্থ্য অধিদপ্তরের ‘নন কমিউনিক্যাবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম’ এর আওতায় খুলনা সিটি কর্পোরেশন কর্তৃক ২ দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়।

উল্লেখ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কারিগরি সহযোগিতায় স্বাস্থ্য অধিদপ্তর ও খুলনা সিটি কর্পোরেশনের অধীনে নগরীতে ‘স্বাস্থ্যকর শহর-খুলনা’ প্রকল্পের কার্যক্রম চলমান। প্রকল্পের আওতায় মহানগরীর ৩টি ওয়ার্ডের (৬, ১৮ ও ২৫) বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকবৃন্দের শারীরিক পরিশ্রম, স্বাস্থ্যকর খাবার ও পরিষ্কার পরিচ্ছন্নতার বর্তমান অবস্থা চিহ্নিত করা হয় এবং চিহ্নিত বিষয়গুলি সম্মিলিতভাবে সমাধানে কর্মশালায় বিস্তারিত আলোচনা করা হয়। কর্মশালায় পরিস্কার-পরিছন্নতা অভিযানের অংশ হিসাবে ৩ টি ওয়ার্ডে বিদ্যমান ৩ টি পুকুর পরিস্কার ও শারীরিক পরিশ্রমকে উৎসাহিত করার জন্য একটি সাইকেল র‌্যালি আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়।

কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শরীফ আসিফ রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেসিসি’র প্রধান নগর পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বার, ওজোপাডিকোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোছা: শাহীন আখতার পারভীন, বিটিসিএল-খুলনার উপমহাব্যবস্থাপক মো: তরিকুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন মো: মিজানুর রহমান, কুয়েট-এর ইউআরপি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মনজুর মোর্শেদ ও প্রফেসর ড. তুষার কান্তি রায়, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসেন আলী খন্দকার ও শ্রম অধিদপ্তরের সহকারী পরিচালক মাহবুব আলম। সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে অ্যাডভোকেট মাসুম বিল্লাহ, শামীমা সুলতানা শিলু, যমুনা টিভি-খুলনার প্রতিনিধি শেখ আল-এহসান, ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা রেজবিনা খানম, এসকেএম তাছাদুজ্জামান, গাজী সালাউদ্দিন সহ ওয়ার্ড সচিববৃন্দ ও খুলনা বিশ্ববিদ্যালয়ের ইউআরপি ডিসিপ্লিনের শিক্ষার্থীবৃন্দ কর্মশালায় অংশগ্রহণ করেন। সঞ্চালনা করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রোগ্রাম অফিসার আসিফ আহমেদ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট