
বটিয়াঘাটা প্রতিনিধি:: বাংলাদেশ জামায়াতে ইসলামী বটিয়াঘাটা উপজেলা শাখার আয়োজনে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন সহ ৫- দফা দাবি আদায়ের লক্ষ্যে এক মতবিনিময় সভা উপজেলা জামায়াতের আমীর ত্রয়োদশ সংসদ নির্বাচনে খুলনা-১ আসনের জামায়েতে ইসলামী প্রার্থী মাওলানা আবু ইউসুফ এর সভাপতিত্বে গতকাল বুধবার বিকাল সাড়ে ৩টায় স্থানীয় সদর ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় । উপজেলা জামায়াতের সেক্রেটারী আব্দুল হাই বিশ্বাসের সঞ্চারনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ মুন্সি মিজানুর রহমান । এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামাত নেতা যথাক্রমে অধ্যাপক আব্দুর রব, থানা নায়েবে আমির আশরাফ আলী, মাওলানা হুমায়ুন কবির, থানা বায়তুলমাম সেক্রেটারী আব্দুল কাদের গাজী, আসাদুজ্জামান, সদর ইউনিয়ন সভাপতি তরিকুল ইসলাম, ইয়াসিন আরাফাত, সেক্রেটারি আব্দুস সামাদ গাজী, মোহাব্বাত আলী খান, রোকন আহমেদ, হিন্দু নেতা মাস্টার নিউটন বালা, ইউপি সদস্য দুলাল চন্দ্র, ডাক্তার রবীন্দ্রনাথ মন্ডল প্রমূখ।
Leave a Reply