1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ১০:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
নারী কাবাডি বিশ্বকাপে বাংলাদেশ দেখালো টেকনিকের জাদু রাজধানীতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না-প্রধান উপদেষ্টা শেখ হাসিনাকে কেন বাংলাদেশে ফেরত পাঠাবে না ভারত চিতলমারী সবুজ সংঘ ক্লাবে সাধারণ সভা অনুষ্ঠিত হাসিনার মৃত্যুদণ্ডাদেশ ভুক্তভোগীদের জন্য ‘গুরুত্বপূর্ণ মুহূর্ত’: জাতিসংঘ ঢাকায় ১০ মাসে ১৯৮টি হত্যাকাণ্ড: ডিএমপি চূড়ান্ত তালিকা প্রকাশ ভোট দিতে পারবেন ১২ কোটি ৭৭ লাখ চট্রগ্রামে ট্রলিং বোটসহ ১৮ জেলেকে আটক করেছে কোস্টগার্ড নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য আয়োজনে ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও স্থায়ী ক্যাম্পাস নির্মাণ কাজের উদ্বোধন

শৃঙ্খলা ও সচ্ছতা ফিরেছে খুলনা খাদ্য বিভাগে মাঠ পর্যায়ের তদারকিতে নবাগত ডিসি ফুড মোহাম্মদ তানভীর হোসেন

  • প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৬৮ বার পড়া হয়েছে

মোঃ জাহিদুল ইসলাম :: খুলনা খাদ্য বিভাগে বইতে শুরু করেছে
পরিবর্তনের হাওয়া। সদ্য যোগদানকৃত ব্যতিক্রমী জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা (ডিসি ফুড) মোহাম্মদ তানভীর হোসেন দায়িত্ব গ্রহণের পর থেকেই মাঠ পর্যায়ে শুরু করেছেন ব্যাপক তৎপরতা। গত ৩১ আগস্ট খুলনা জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসে যোগদান করে দাপ্তরিক কাজ গুছিয়ে ১৫ সেপ্টেম্বর থেকে নগরীর ওএমএস কার্যক্রমের মাঠ পর্যায়ের তদারকি শুরু করেছেন তিনি। প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত তিনি নিজেই খুলনা মহানগরীর বিভিন্ন ওএমএস পয়েন্টে কমবেশি যতটুকু সম্ভব উপস্থিত থেকে কালোবাজারি, দুর্নীতি ও অনিয়ম রোধে সরাসরি ভূমিকা রাখছেন তিনি।
মাঠ পরিদর্শনের সময় ডিসি ফুড তানভীর হোসেন ডিলারদের বিভিন্ন নির্দেশনা দেন। তিনি বলেন, সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির সুফল যেন প্রকৃত সুবিধাভোগীদের কাছে পৌঁছায়, তা নিশ্চিত করাই তাঁর প্রধান লক্ষ্য। এজন্য তিনি ডিলারদের সময়মতো স্পটে মালামাল নিয়ে উপস্থিত হওয়া, মাস্টাররোলে প্রয়োজনীয় সংশোধন আনা, প্রতিদিন কমপক্ষে ৩০০ জন সুবিধাভোগীর তালিকা ও স্বাক্ষর সংরক্ষণ করা এবং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে বিক্রয় কার্যক্রম দ্রুত সম্পন্ন করার পরামর্শও দেন তিনি। পাশাপাশি তুলনামূলক মানসম্মত চাল আটা প্রদানের লক্ষ্যে খুলনা খাদ্য গুদামের জেনারেল ম্যানেজারকেও
প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে বলে জানান মোহাম্মদ তানভীর হোসেন।
এদিকে বর্তমানে খুলনা মহানগরীর ৩১টি ওয়ার্ডের মধ্যে ৭, ১০, ১২ ও ১৫ নম্বর ওয়ার্ডে খাদ্য বিভাগ নিজস্ব ব্যবস্থাপনায় ওএমএস কার্যক্রম পরিচালনা করছে এবং বাকি ওয়ার্ডগুলোতে কার্যক্রম চলছে ডিলারদের মাধ্যমে। তবে অফিস কর্মকর্তাদের দিয়ে কার্যক্রম পরিচালনা করায় দাপ্তরিক কাজে নানা জটিলতা সৃষ্টি হচ্ছে। অতিরিক্ত কাজের কারণে এসব ওয়ার্ডে দ্রুত ডিলার নিয়োগের জন্য তিনি কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন। দীর্ঘ প্রায় মাসাধিক সময়ে মাঠ পর্যায়ের তদারকির সময় কিছু ভোক্তার অভিযোগ আমলে নিয়ে তিনি নগরীর ২০ নম্বর ওয়ার্ডের শেখ পাড়ার ওএমএস ডিলার আব্দুস সালাম ঢালীর পরিচালনাধীন প্রতিষ্ঠান মেসার্স ছালাম এন্টারপ্রাইজ কে ৩৯০ কেজি চাল ও ৪৮০ কেজি আটা অসুদুপায়ে বেশি দামে অন্যত্র বিক্রি করা প্রমাণিত হওয়ায় পন্যের মূল্য দ্বিগুণ হারে জরিমানা করা হয়। জরিমানার অর্থ যথাক্রমে চাল বাবদ ২৩,৪৪৯/- ও আটা বাবদ ৩৫,২৬২/- সহ মোট ৫৮,৯১১/- জরিমানা আদায় করা ছাড়াও ওএমএস পয়েন্টটির বিক্রয় কার্যক্রম সাময়িকভাবে ৩ দিন স্থগিত রাখার নির্দেশ দেয়া হয়।
এছাড়া, আটা সরবরাহকারী কয়েকটি প্রতিষ্ঠানের মধ্যে আশা ফুড, নাজমুল ফুড ও মোহনা ফুডের আটায় ত্রুটি পাওয়া গেছে বলেও জানান তিনি। খুলনা জেলার নয়টি উপজেলায় ৩১ টন করে মোট ১৮টি স্থানে প্রতিদিন দুইটি পয়েন্টে এক টন করে আটা বিক্রি হচ্ছে,। যা খুলনা খাদ্য বিভাগের নতুন উদ্যোগের মধ্যে এসব আটা দরিদ্র শ্রেণির মানুষ সাশ্রয়ী মূল্যে ক্রয় করে সুবিধা ভোগ করছেন বলে জানান তিনি।
ডিলারদের উদ্দেশ্যে তানভীর হোসেন বলেন, কোনো সমস্যা থাকলে সরাসরি তাকে জানানোর আহ্বান জানিয়ে বলেন, যদি কোন ত্রুটি মনে হয় তাহলে তাঁকে জানালে তাৎক্ষণিক ব্যবস্থা নেবেন তিনি। তবে কারো বিরুদ্ধে যদি কালোবাজারি বা অনিয়মের প্রমাণ পাওয়া যায়, তাহলে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি এ সমস্থ ডিলারদের লাইসেন্স বাতিল করা হবে বলে কঠোর হুঁশিয়ারি উল্লেখ করেন তিনি। অন্যদিকে তুলনামূলক পরিবর্তন দেখে সাধারণ মানুষের কাছে তাঁর দায়িত্ব গ্রহণের পর থেকেই খুলনা খাদ্য বিভাগে নতুন শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতার পরিবেশ তৈরি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও উপকারভোগীরা।

 

 

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট