1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৮:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
হাসিনার মৃত্যুদণ্ডাদেশ ভুক্তভোগীদের জন্য ‘গুরুত্বপূর্ণ মুহূর্ত’: জাতিসংঘ ঢাকায় ১০ মাসে ১৯৮টি হত্যাকাণ্ড: ডিএমপি চূড়ান্ত তালিকা প্রকাশ ভোট দিতে পারবেন ১২ কোটি ৭৭ লাখ চট্রগ্রামে ট্রলিং বোটসহ ১৮ জেলেকে আটক করেছে কোস্টগার্ড নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য আয়োজনে ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও স্থায়ী ক্যাম্পাস নির্মাণ কাজের উদ্বোধন পাইকগাছায় নারী স্বেচ্ছাসেবকদের মাঝে দুর্যোগ প্রতিরোধক সরঞ্জাম বিতরণ শার্শায় ককটেল বিস্ফোরণে যুবকের আঙ্গুল উড়ে গুরুতর আহত পাইকগাছায় তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ঘোড়াঘাটে বিনামুল্যে সরিষা বীজ ও সার বিতরন আজও ট্রাইব্যুনাল এলাকায় কঠোর নিরাপত্তা

মোড়েলগঞ্জে মাসুদ বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

  • প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি::বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার ১১নং বহরবুনিয়া ইউনিয়নে দীর্ঘদিন ধরে
‘মাসুদ বাহিনী’ নামে পরিচিত একটি সন্ত্রাসী গোষ্ঠীর দৌরাত্ম্যে সাধারণ
মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। এলাকাবাসীর দাবি, এই বাহিনীর প্রধান মোঃ মাসুদ
মোল্লা, যিনি ইউনিয়ন তাতীঁলীগের সহ-সভাপতি হিসেবেও পরিচিত, তার নেতৃত্বে
চাঁদাবাজি, ঘের দখল, মাদক ব্যবসা ও নানা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড চালিয়ে
যাচ্ছে।
শনিবার (১১ অক্টোবর) সকালে বাগেরহাট প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব
অভিযোগ করেন ১১নং বহরবুনিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক মেম্বার মোঃ
আবুল কালাম মোল্লা।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, মাসুদ মোল্লার বাহিনীতে ইমরান মোল্লা, রাজ্জাক
মোল্লা, লোকমান মিয়া, রায়হান মোল্লা, মুন্না মোল্লা এবং আরও অজ্ঞাত অনেকে
জড়িত। তারা এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন,২০১২ সালে এই বাহিনী ফুলহাতা গ্রামের মান্নান নামে এক
ব্যক্তির দুটি চোখ উপড়ে ফেলে। পরে মাসুদ সিলেটে পালিয়ে গিয়ে চোরাচালান ও
ডাকাতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করে ফিরে এসে হিন্দু
সম্প্রদায়ের মানুষকে ভয়ভীতি দেখিয়ে তাদের জমি-ঘর দখল করে নেয়।
অভিযোগে আরও বলা হয়,২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত হিন্দুপাড়া এলাকায় একটি
যৌথ মৎস্য ঘের বারবার দখল করে ঘেরের মৎস্যসম্পদ লুটপাট করা হয়। ২০২৪ সালে
ঘেরের অস্থায়ী বাড়ি (গৈঘর) পুড়িয়ে দেওয়া হয় এবং চৌকিদারকে দেশীয় অস্ত্র
দিয়ে গুরুতর আহত করা হয়।
সবশেষে গত ২৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে দুপুর ১টা ৩০ মিনিটের দিকে মাসুদ
বাহিনী বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে আবুল কালাম মোল্লাসহ স্থানীয়দের মৎস্য
ঘের দখল করে নেয় এবং চৌকিদার মোঃ জুলফিকার আলী (৫০)-কে মারধর করে গুরুতর
জখম করে। এ ঘটনায় তার সামনের দাঁত ভেঙে যায়। এছাড়া ধারালো অস্ত্র দিয়ে
কুপিয়ে আহত করা হয় জাহাঙ্গীর হোসেন (৩৫), আলমগীর হোসেন (৩৮), শামীম হোসেন
(৩০) ও কবীর হোসেন (৩২)-কে।
তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, মাসুদ বাহিনী বর্তমানে আরও বড় ধরনের সহিংস
কার্যক্রমের পরিকল্পনা করছে। যে কোনো সময় প্রাণহানির ঘটনা ঘটতে পারে।
অতএব, তিনি প্রশাসন ও আইন-শৃক্সখলা বাহিনীর উর্দ্ধতন কর্মকর্তাদের কাছে
দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান এবং সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মোঃ বেদার হোসেন হাওলাদার, মোঃ ইব্রাহিম
মিয়া, মিন্টু মিয়া, মোঃ হান্নান খান, মোঃ রাসেল মোল্লা, মোঃ কবির খানসহ
এলাকার শতাধীক ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট