বটিয়াঘাটা প্রতিনিধি:: “বাল্যবিবাহ রোধ করি, সুন্দর ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বটিয়াঘাটায় এস ও এস, সোস্যাল সেন্টার খুলনা’র আয়োজনে আন্তর্জাতিক শিশু অধিকার সপ্তাহ -২০২৫ উদযাপন উপলক্ষ্যে এক সচেতনতা সভা গতকাল মঙ্গলবার বিকেল ৪ টায় বটিয়াঘাটা হেডকোয়ার্টার পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক দেবদুলাল জোদ্দার’র সভাপতিত্বে স্থানীয় বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয় ।এস ও এস সোস্যাল সেন্টারের সহকারী পরিচালক মোঃ জুবায়ের রহমান’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট অবঃ অধ্যাপক এনায়েত আলী বিশ্বাস, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, রিজিওনাল ম্যানেজার জেন্ডার জাস্টিস এন্ড ডাইভারসিটি কর্মসূচি ব্র্যাক কর্মকর্তা সঞ্চয় ব্যানার্জি, উপজেলা বিএনপির আহ্বায়ক এজাজুর রহমান শামীম, জামায়াতে ইসলামীর থানা বায়তুলমাম সেক্রেটারি মোঃ আঃ কাদের গাজী, সাংবাদিক যথাক্রমে মোঃ তরিকুল ইসলাম, ইমরান হোসেন, গাজী তরিকুল ইসলাম, সোহরাব মুন্সী, অরূপ জোদ্দার,পরাগ রায়, রিপন রায়, সুদীপ্ত বিশ্বাস শুভ, সবুজ মিস্ত্রী, শিক্ষক যথাক্রমে সন্তোষ কুমার মন্ডল, ননী গোপাল গোলদার,লতিকা মল্লিক, মন্দির কমিটির সভাপতি অধ্যাপক পঞ্চানন মন্ডল,বিএনপি পিয়াস,এস ও এস কর্মী রিফাত ম্যাডাম,মারতী গাইন সহ অভিভাবকবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
Leave a Reply