পাইকগাছা (খুলনা) প্রতিনিধি::খুলনার পাইকগাছায় পরপর দুই দিন নদী থেকে দুইটি লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। শুক্রবার (১৭ অক্টোবর) সকালে উপজেলার সোলাদানা বাজার সংলগ্ন শিবসা নদীতে ভাসমান অবস্থায় এক ব্যক্তির লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পাইকগাছা নৌ পুলিশের একটি বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহতের নাম ইকরাম হোসেন (৪৭)। তিনি খুলনা সোনাডাঙ্গা থানার মহাসীনউদ্দীন সড়কের বাসিন্দা এবং বানরগাতির মৃত মো. দেলোয়ার হোসেনের মেঝ ছেলে।
নৌ পুলিশের এসআই সবুর হোসেন জানান, উদ্ধারকৃত মরদেহটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, এর একদিন আগে, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) উপজেলার দেলুটির জিরবুনিয়া স্লুইসগেট সংলগ্ন নদীচর থেকে রানা খলিফা (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছিল পুলিশ।
পরপর দুই দিনে নদী থেকে দুইটি লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
Leave a Reply