নিজস্ব প্রতিনিধি:: খুলনা ইলাইপুর আনসার ও ভিডিপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে ১৪ দিন ব্যাপী উপজেলা/থানা আনসার মৌলিক প্রশিক্ষণ শিবির উদ্বোধন করেন প্রধান অতিথি খুলনা রেঞ্জের উপমহাপরিচালক, মোঃ নূরুল হাসান ফরিদী, বিএএম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালক খুলনা ব্যাটালিয়ন (৩ বিএন) মোল্ল্যা আবু সাইদ।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি উপমহাপরিচালক বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সম্মানিত মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা মোতাবেক বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সামনে এগিয়ে যাওয়া তরুনদের শক্তিকে কিভাবে সামাজিক শক্তি হিসাবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ভূমিকা রাখা যায়। এ জন্য আনসার ও ভিডিপি সদস্যদের নিরলসভাবে কাজ করতে হবে। আগামী সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে নিরাপত্তায় সবাইকে সচেতন থাকতে হবে এবং নির্বাচনকালীন দায়িত্ব পালনের ক্ষেত্রে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অবদান অনস্বীকার্য । এ ক্ষেত্রে তিনি ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করনে আনসার সদস্যদের করণীয় বর্জনীয় বিষয়সমূহ স্পষ্টভাবে অবহিত করেন এবং তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এই প্রশিক্ষিত সদস্যরা অর্জিত জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনে সময় সর্বোচ্চ পেশাদারিত্ব ও দক্ষতার পরিচয় প্রদর্শন করবে।
তিনি আরো বলেন এই প্রশিক্ষণের মাধ্যমে সদস্যরা বৈষম্যহীন সমাজ গঠনে আরো দায়িত্বশীল হয়ে উঠবে। প্রশিক্ষণ লব্দ জ্ঞানকে কাজে লাগিয়ে এক জন দক্ষ স্বেচ্ছাসেবী হিসাবে কাজ করা ও আত্বকর্মসংস্থান সৃষ্টি করে ক্ষুধা মুক্ত বাংলাদেশ বিনির্মান করার পরামর্শ প্রদান করেন।
উল্লেখ্য উপজেলা/থানা আনসার মৌলিক প্রশিক্ষণ (৪র্থ) ধাপ ২০২৫ খুলনা বিভাগের ১০ টি জেলার মধ্যে ৭ টি জেলায় একই সাথে শুরু হয়েছে।
Leave a Reply