1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০১:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
নির্বাচিত সরকার ছাড়া ঋণের অর্থ দেবে না আইএমএফ ভারতের সঙ্গে চুক্তি বাতিলের তথ্য সঠিক নয়-পররাষ্ট্র উপদেষ্টা সালমান শাহ হত্যা মামলায় স্ত্রীসহ আসামি ১১ জন নির্বাচন নিরপেক্ষ করার জন্য যা দরকার করবো-বিএনপিকে প্রধান উপদেষ্টা জেলা পর্যায়ে মানব পাচার প্রতিরোধ কমিটির সদস্যদের সাথে সমন্বয় সভা দাকোপে শ্যামা কালী পূজা উপলক্ষে প্রমিলা ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন নগরীতে ‘‘ক্লাইমেট-রিজিলিয়েন্ট ক্লিন সিটি’স বাস্তবায়নের লক্ষ্যে সভা অনুষ্ঠিত পাইকগাছায় পঞ্চবার্ষিক ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা খুলনা রেঞ্জের উপজেলা ও থানা আনসার মৌলিক প্রশিক্ষণ শুরু পাইকগাছায় কলেজে ভাস্কর্য অপসারণের দাবিতে মানববন্ধন; ৭২ ঘন্টার আল্টিমেটাম

নগরীতে ‘‘ক্লাইমেট-রিজিলিয়েন্ট ক্লিন সিটি’স বাস্তবায়নের লক্ষ্যে সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এবং খুলনা সিটি কর্পোরেশন যৌথভাবে নগরীতে ‘‘ক্লাইমেট-রিজিলিয়েন্ট ক্লিন সিটি’স (থ্রি-সি)’’ প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে এক আলোচনা সভা মঙ্গলবার বিকেলে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জনাব শরীফ আসিফ রহমান।
প্রকল্পের আওতায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির অর্থায়নে প্রাথমিক পর্যায়ে নগরীর ৩টি জনবহুল স্থানে শ্রমজীবী মানুষের দাবদাহ বিপর্যয় প্রশমনের জন্য ‘ছায়াবিথি’ নামক বিশেষ ছাউনি নির্মাণ, ২১নং ওয়ার্ডের সুবিধাজনক স্থানে ৪’শ টি পরিবারের গৃহস্থালী বর্জ্য সংরক্ষণের জন্য অস্থায়ীভাবে ম্যাটেরিয়াল রিকভারী ফ্যাসিলিটি (এমআরএফ) সেন্টার নির্মাণ, ২১ ও ২২নং ওয়ার্ডে ড্রেন নেটওয়ার্ক ও সড়ক নির্মাণ করা হবে বলে সভায় জানানো হয়। গৃহীত প্রকল্পসমূহের নক্শা প্রণয়ন, কারিগরি সহযোগিতা ও বিল পরিশোধের বিষয়ে সভায় রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে কেসিসি’র সহযোগিতা কামনা করা হয়।
এছাড়া সভায় কেন্দ্রীয় পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি গঠন এবং সকল স্টেকহোল্ডারদের অংশগ্রহণে ত্রৈমাসিক কোঅর্ডিনেশন সভা আয়োজনের বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় প্রধান অতিথি গৃহীত সকল জনকল্যাণমূলক কাজে কেসিসি’র সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে উল্লেখ করে তিনি গঠিত ওয়ার্ড পর্যায়ের কমিটির মাধ্যমে দুর্যোগকালীন ঝুঁকিসমূহ চিহ্নিতকরণ ও করণীয় নির্ধারণে সুপারিশ গ্রহণপূর্বক কেন্দ্রীয় সভায় উপস্থাপনের পরামর্শ দেন। স্টেকহোল্ডারদের অংশগ্রহণে নিয়মিত ত্রৈমাসিক কোঅর্ডিনেশন সভা আহবানের বিষয়ে একমত পোষণ করে তিনি পর্যায়ক্রমে অন্যান্য ওয়ার্ডসমূহে প্রকল্পের কার্যক্রম সম্প্রসারণ করতে উপস্থিত রেড ক্রিসেন্ট কর্মকর্তাদের প্রতি অনুরোধ জানান।
কেসিসি’র প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট কোহিনুর জাহান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বার, কঞ্জারভেন্সী অফিসার মো: অহিদুজ্জামান খান, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশিদ, আইন উপদেষ্টা এ্যাড. মনিরুল ইসলাম পান্না, ২২নং ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা খান হাবিবুর রহমান, রেড ক্রিসেন্ট ইউনিট লেভেল কর্মকর্তা খুরশিদ আলম, প্রজেক্ট ম্যানেজার মোসলেহ উদ্দিন, সহকারী প্রকল্প ব্যবস্থাপক মোঃ আব্দুল মজিদ সহ সংশ্লিষ্ট ওয়ার্ড সচিবগণ সভায় উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট