1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৭:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :

বাগেরহাটে সবুজ উদ্দ্যোক্তা মেলা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি:: বাগেরহাটে সবুজ উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫নভেম্বর) সকালে এক্টিভিস্টা বাগেরহাট ও রামপালের আয়োজনে এবং বাঁধন মানব উন্নয়ন সংস্থা ও একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় জেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত মেলায় বাগেরহাট সদর ও রামপাল উপজেলা থেকে সবুজ উদ্যোক্তারা নিজেদের হাতে তৈরি বিভিন্ন পণ্যসামগ্রী নিয়ে উপস্থিত হয়ে নিজ নিজ পণ্যের গুণাগুণ দর্শনার্থীদের সামনে তুলে ধরবেন। বাগেরহাটে সবুজ উদ্যোক্তাদের জন্য দিনব্যাপী এই মেলা পরিচিতি পাবার দারুন এক সুযোগ।
বাঁধন মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এএসএম মন্জুরুল হাসান মিলনের সভাপতিত্ব ও এ্যাকশান এইডের প্রতিনিধি নাহিদা ইসলাম তৃষার সঞ্চলনায় অনুষ্ঠিত মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মমিনুর রহমান। এ সময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, ডিস্ট্রিক পলিসি ফোরামের ষভাপতি বাবুল সরদার, যুবউন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সোহরাব হোসেন,কৃষি সম্প্রসারন অধিদপ্তরের সহকারি পরিচালক ড. মনির হোসেন, সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোস্তফা গিয়াস উদ্দিন, সদর উপজেলা কৃষি অফিসার তন্ময় দত্ত, এ্যাকশান এইড বাংলাদেশের সিনিয়ার অফিসার মাহিনুর রহমান। এছাড়াও শহরের ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশগ্রহন করে ।
বাঁধন মানব উন্নয়ন সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রীন ইনোভেশন ফেয়ারু কেবল একটি প্রদর্শনী নয়য় এটি একটি সামাজিক আন্দোলন, যা তরুণদের নেতৃত্বে টেকসই উন্নয়ন, সবুজ উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু সহনশীল উপকূলীয় অর্থনীতি প্রতিষ্ঠায় নতুন দিগন্ত উন্মোচন করবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট