
পাইকগাছা(খুলনা)প্রতিনিধি:: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ দেলুটিতে সনাতনী ধর্মাবলম্বীদের সঙ্গে উঠান বৈঠক ও মতবিনিময় সভায় অংশ নেন।
শুক্রবার(৭ নভেম্বর) সকালে দেলুটি পূর্বপাড়া কালীমাতা মন্দির প্রাঙ্গণে স্থানীয় সনাতনী ভাই-বোনদের উপস্থিতিতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্দির কমিটির সভাপতি দীপক বৈরাগী।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবুল কালাম আজাদ বলেন, আগামীতে নির্বাচিত হলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে কাজ করবো। পাশাপাশি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের অধিকার নিশ্চিত করে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখব।
তিনি আরও বলেন, এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করাই তাঁর অঙ্গীকার। বৈঠকে স্থানীয়দের কাছ থেকে বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরা হলে তিনি সংসদ সদস্য নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে সেগুলোর সমাধানের প্রতিশ্রুতি দেন।
এসময় তিনি উপস্থিত সবাইকে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।
সভায় উপস্থিত ছিলেন-
জেলা সিনিয়র নায়েবে আমীর উপাধ্যক্ষ মাওলানা গোলাম সারোয়ার, উপজেলা সেক্রেটারি মো. আলতাপ হোসেন, খুলনা দক্ষিণ ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি রুহুল আমিন, পৌর শিবিরের সাবেক সভাপতি তামিম রায়হান, থানার শিবির সেক্রেটারি ইয়াসিন আরাফাত, দেলুটি ইউনিয়ন সভাপতি মোস্তফা কামাল সরদার, সেক্রেটারি সেলিম গাজী, ইউনিয়ন উলামা বিভাগের সেক্রেটারি মাওলানা আব্দুল মান্নাফ, ইউনিয়ন শ্রমিক কল্যাণ সভাপতি আল-আমিন গাজী, সেক্রেটারি গোলাম সরোয়ার, যুব বিভাগ সভাপতি আসাদুল ইসলাম, ইউপি সদস্য কিংশুক গাইন মন্ডল, নারায়ণ বালা, অনির্বাণ, শঙ্কর রায়, বৈদ্যনাথ মন্ডল, অসীম সরকার, চিকিৎসক দীপক, তারক মন্ডল, দীনেশ চন্দ্রনাথ মন্ডল, রনজিৎ মন্ডল, কৌশিক সরদার, শ্যামল মন্ডল, সৌরেন মন্ডল, শুভাষ মন্ডল, প্রভাষক প্রনীত মন্ডল, প্রকাশ মন্ডল প্রমুখ।
Leave a Reply