1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৯:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
চিতলমারীতে ইসলামী আন্দোলন মনোনিত প্রার্থীর গণ সমাবেশ চিতলমারীতে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে পাকিস্তান নৌবাহিনী জাহাজ পিএনএস সাইফ শিক্ষার উদ্দেশ্যই হচ্ছে মানুষের সুপ্ত প্রতিভাকে বিকশিত করা-প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা পিস স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয় সেন্টমার্টিনে কোস্টগার্ডের অভিযানে ট্রলিং বোট ও থাই জালসহ আটক ১৯ মোংলায় পিস অর্গানাইজেশনের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন ও টিশার্ট বিতরণ বেনাপোলে এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও নগদ অর্থ প্রদান করা হয়েছে প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সভা অনুষ্ঠিত ১০ মাসে সুন্দরবন থেকে অস্ত্রসহ ৪৩ বনদস্যুকে আটক করেছে কোস্টগার্ড

চিতলমারীতে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

  • প্রকাশিত: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

চিতলমারী প্রতিনিধি:: বাগেরহাটের চিতলমারী থানা পুলিশ নিখোঁজ নয়ন শিকদার (৫) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছেন। শনিবার (০৮ নভেম্বর) সকাল ৭ টায় উপজেলার সুড়িগাতী গ্রামের শান্ত হালদারের মৎস্য ঘেরের ভিতর থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত নয়ন শিকদার সুড়িগাতী গ্রামের মোশারফ শিকদারের ছেলে। ময়না তদন্তের জন্য তার মরদেহ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
মৃত নয়ন শিকদারের নানা মাহাবুব মৃধা বলেন, ‘আমার জামাতা মোশাররফ শিকদারের রেবেকা নামে আগে এক স্ত্রী ছিল। সেই সংসারে ২ মেয়ে ও এক ছেলে রয়েছে। প্রথম স্ত্রী রেবেকা মোশারফকে ছেড়ে ছেলে-মেয়ে নিয়ে অন্যত্র থাকতো। বছর ছয়েক আগে আমার মেয়ে নাদিরা ওরফে ফারজানাকে মোশারফ বিয়ে করে। ফারজানার আগে চিতলমারী উপজেলাধীন উমাজুড়ি গ্রামের আজিজুল শেখের সাথে বিয়ে ছিলো। সেই ঘরে ফারজানার আট বছর বয়সী একটি ছেলে আছে। মোশারফকে বিয়ের পর থেকে ফারজানারা সুড়িগাতী গ্রামের মৎস্য ঘেরের পাড়ে বসবাস করত। শুক্রবার (০৭ নভেম্বর) সকাল ৯টার দিকে আমার নাতি নয়ন নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করার পরও তাকে না পেয়ে ফারজানা সন্ধ্যায় চিতলমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। তাৎক্ষণিক থানা পুলিশ ঘটনাস্থলে এসে খোঁজাখুঁজি করে। কিন্তু নয়নকে উদ্ধার করা সম্ভব হয়নি। শনিবার সকালে সুড়িগাতি গ্রামের আকাশ হালদার তার চাচা শান্ত হালদারের ঘেরে কাজ করতে যায়। এ সময় শান্তর ডাকচিৎকারে নয়নের পরিবারের লোকজন ছুটে এসে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।’
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম জানান, শিশু নয়ন শিকদারের মরদেহ উদ্ধার করে জিডিমুলে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রির্পোটের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট