1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০১:০১ পূর্বাহ্ন
সর্বশেষ :
শাবনূরের ‘রঙ্গনা’ মুক্তির আগেই ইউটিউবে হাজির নারী ক্রিকেটে ‘অভিযোগের ঝড়’: তদন্তে নামছে বিসিবি বিএনপি হচ্ছে মুক্তিযুদ্ধের দল-মির্জা ফখরুল নয়াদিল্লিতে ভয়াবহ গাড়ি বিস্ফোরণে নিহত ৮, ভারতজুড়ে নিরাপত্তা জোরদার রাজধানীর ধানমন্ডিতে বাসে আগুন মোংলায় দক্ষিণাঞ্চল সেবা সংঘের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বঙ্গোপসাগরে ট্রলারসহ ২৪ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী ঘোড়াঘাটে সাব রেজিস্ট্রার অফিসের দাবিহীন ১৫ শতাধিক দলিল আগুন দিয়ে পুড়িয়ে বিনষ্ট চিতলমারীর বদনা কান্ড ভূক্তভোগী গৃহবধু শ্রাবণীর পাশে বিএনপি নেতা ফজলুসহ সুশীল সমাজ ঢাকায় প্রথমবারের মতো এক্সএসসি আন্তঃশ্রেণি রাগবি টুর্নামেন্টে অনুষ্ঠিত

বিএনপি হচ্ছে মুক্তিযুদ্ধের দল-মির্জা ফখরুল

  • প্রকাশিত: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৪ বার পড়া হয়েছে

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি হচ্ছে মুক্তিযুদ্ধের দল। আমাদের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। “আমি মেজর জিয়া বলছি” বলে কালুরঘাট কেন্দ্র থেকে তিনি ঘোষণা দিয়েছিলেন। সেই ঘোষণার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ শুরু হয়। আমরা ৯ মাস যুদ্ধ করেছি।

সোমবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের বদেশ্বরী এলাকায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, একটি দল এটাকে অস্বীকার করতে চায়, কিন্তু আমরা তা হতে দিতে পারি না। আমাদের জন্ম ও জন্মের জন্য যে লড়াই করেছি, তা আমরা কখনও অস্বীকার করতে পারি না। যেমন ২৪ জুলাইকে আমরা অস্বীকার করতে পারি না, ঠিক তেমনই ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকে কেউ অস্বীকার করতে পারবে না।

তিনি আরও বলেন, “একটি রাজনৈতিক দল যাকে দেশের মানুষ কখনও সঠিক পথে পায়নি, তারা সব সময় পিছিয়ে থেকেছে। ১৯৭১ সালে আমরা যখন যুদ্ধ শুরু করলাম, তখন অনেকেই ভারতের আশ্রয় নিয়েছিল। যারা দেশে ছিল, তারা খুব কষ্টে ছিল। ভারতের ক্যাম্পে যারা ছিল, তারা অনেক কষ্ট সহ্য করেছে। কিন্তু তখন কিছু মানুষ সমর্থন করেনি, বরং পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে ছিল। এ ধরনের যাদের কাজ জনগোষ্ঠীর সঙ্গে কখনও যুক্ত হয়নি, তাদের আমরা সমর্থন করতে পারি কি?”

মহাসচিব বলেন, তারেক রহমান ১৫ মাসের মধ্যে এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। “এখানে অনেক যুবক আছে, যাদের বেশিরভাগেরই কাজ নেই। কাজ না থাকলে তারা জুয়া বা মাদকের দিকে চলে যায়। এটা আমাদেরকে বন্ধ করতে হবে। এটিকে আমরা একটি বড় সমস্যা হিসেবে চিহ্নিত করেছি।”

তিনি যোগ করেন, বাংলাদেশকে শান্তির জায়গায় পরিণত করতে হবে। “অশান্তি ও ঘৃণার জায়গা নয়, একজন আরেকজনকে ঘৃণা করবে না। কোনো ধর্মকে কেন্দ্র করে আমরা ঘৃণা ছড়াব না। হিন্দু হিন্দু ধর্ম পালন করবে, মুসলমান মুসলিম ধর্ম পালন করবে, বৌদ্ধ বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান খ্রিস্টান ধর্ম পালন করবে। এ তাদের স্বাধীনতা ও অধিকার। আসুন আমরা সবাই মিলে একটি সুন্দর বাংলাদেশ গড়ি, যেখানে আমাদের সন্তানরা ভবিষ্যতে একটি ভালো দেশ পাবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট