
মোংলা প্রতিনিধি:: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা’র ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন মোংলা-রামপালের বিভিন্ন স্থানে কর্মসূচি পালন করছেন বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান ।
এরই অংশ হিসেবে শনিবার এক লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি শেষে সাংবাদিকদের বলেন, বিএনপি ক্ষায়তায় এলে দেশি-বিদেশি বিনিয়োগর মাধ্যমে শিল্প কল-কারখানা আরও বৃদ্ধি করে এলাকার উন্নয়নে এলাকার মানুষের কর্মসংস্থান এবং জাতীয় অর্থনীতিতে মোংলা বন্দর গুরুত্বপূর্ণ আরও ভূমিকা রাখতে পারবে বলে সেটাকে আমরা আরও যুগোপযোগী করে গড়ে তুলবো। দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালিন রামপালের ফয়লায় ৯১ সালে একটি বিমান বন্দরের উদ্বোধন করেন। কিন্তু গত ১৭ বছর এই ফ্যাসিষ্ট সরকার সেই বিমান বন্দরের উন্নয়ন কাজ স্থগিত করে রাখে। আমরা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসি তাহলে আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের হাত ধরেই তার মায়ের স্মৃতি বিজরিত হযরত খানজাহান আলী বিমান বন্দর গড়ে তুলবো।
মোংলা পোর্টকে সমৃদ্ধ করার জন্য. ইকোনমিক জোনকে ডেভেলপমেন্ট করার জন্য, এক্সপোর্ট প্রোসেসিং জোন, ইপিজেডসহ বিভিন্ন কল-কারখানায় যে দেশি বিদেশী বিনিয়োগকারি রয়েছে সেটাকে আরও সমৃদ্ধ ও ত্বরান্বিত করার জন্য জাতীয় অর্থনীতিতে আমরা পরিকল্পনা করে ভূমিকা রাখবো। এসময় তিনি আরো বলেন, জনগণকে বিএনপির এই রূপরেখা সম্পর্কে অবহিত করতে হবে, যার মূল লক্ষ্য একটি গণতান্ত্রিক, জবাবদিহিমূলক এবং উন্নত রাষ্ট্র কাঠামো প্রতিষ্ঠা করা।
Leave a Reply