
ডেস্ক:: আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচনের আয়োজনের জন্য কমনওয়েলথের পূর্ণ সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ে-এর সঙ্গে বৈঠকে তিনি এ অনুরোধ জানান।
প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও আসন্ন জাতীয় নির্বাচনের জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন।
তিনি মহাসচিবকে ধন্যবাদ জানিয়ে বলেন, কমনওয়েলথের নির্বাচনী প্রক্রিয়ার প্রতি আগ্রহ বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। প্রধান উপদেষ্টা আশ্বাস দেন, অন্তর্বর্তী সরকার অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।
জবাবে কমনওয়েলথ মহাসচিব বচওয়ে জানান, বাংলাদেশে নির্বাচনের পুরো প্রক্রিয়ায় কমনওয়েলথ সর্বাত্মক সহযোগিতা দেবে। তিনি আরও বলেন, কমনওয়েলথে ৫৬টি দেশ রয়েছে, যার মধ্যে জি-৭ ও জি-২০’র সদস্যরাও অন্তর্ভুক্ত। বাংলাদেশ এই সম্পদ ব্যবহার করে নিজেকে আরও শক্তিশালী করতে পারে।
দেশে অবস্থানকালে মহাসচিব প্রধান বিচারপতি, আইন উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনারসহ বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করেছেন। তিনি বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আমি অত্যন্ত আশাবাদী।
মহাসচিব নিশ্চিত করেছেন, আসন্ন নির্বাচনের আগে কমনওয়েলথ একাধিক পর্যবেক্ষক দল পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। বৈঠকে যুবশক্তি ক্ষমতায়ন, উদ্যোক্তা তৈরি, সামাজিক ব্যবসা বৃদ্ধি, বেকারত্ব হ্রাস, কার্বন নিঃসরণ ও বৈষম্য কমানোর জন্য ‘থ্রি-জিরো’ ভিশন এগিয়ে নেওয়ার বিষয়েও আলোচনা হয়।
Leave a Reply