1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১১:১২ অপরাহ্ন
সর্বশেষ :
‘বেঁচে আছেন ইমরান খান, সরকার বলছে দেশ ছাড়তে’ পূর্বাচলে প্লট দুর্নীতি,ব্রিটিশ এমপি পদ হারাচ্ছেন টিউলিপ? ১২০০ পর্যটক নিয়ে কক্সবাজার থেকে সেন্টমার্টিনে তিন জাহাজ সশস্ত্র বাহিনীর বঞ্চিত সদস্যদের ন্যায়বিচার নিশ্চিত করবে সরকার-প্রধান উপদেষ্টা দাবি পূরণ না হওয়ায় চলবে শিক্ষকদের কর্মবিরতি, বার্ষিক পরীক্ষা স্থগিত নভেম্বর মাসে রেমিট্যান্সে নতুন রেকর্ড: দেশে এসেছে ২৮৮ কোটি ডলার বেনাপোলের প্যাসেঞ্জার টার্মিনাল থেকে ভারতীয় পাসপোর্টযাত্রী আটক পাইকগাছায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় যুবদলের দোয়া মাহফিল ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতার মৃত্যু চিতলমারীতে ১৩ হাজার শিক্ষার্থী’র অভিভাবক উদ্বিগ্ন, শিক্ষকদের পরীক্ষা বর্জন

চিতলমারীতে ১৩ হাজার শিক্ষার্থী’র অভিভাবক উদ্বিগ্ন, শিক্ষকদের পরীক্ষা বর্জন

  • প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

চিতলমারী প্রতিনিধি:: বাগেরহাটের চিতলমারী উপজেলার ১১১ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকরা তৃতীয় প্রান্তিক মূল্যায়ন (বার্ষিক) পরীক্ষা নিবেন না। সোমবার (১ ডিসেম্বর) বেলা ১২ টায় বিষয়টি তাঁরা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে লিখিত ভাবে সাফ জানিয়ে দিয়েছেন। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অচ্যুতানন্দ দাস শিক্ষকদের লিখিত পত্রটি গ্রহণ করেছেন। আগামী ২ ডিসেম্বর (মঙ্গলবার) এ উপজেলার ১৩ হাজার শিক্ষার্থীর তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা শুরু হবে। পরীক্ষার ঠিক আগের দিনে সহকারি শিক্ষকদের এ সিদ্ধান্তে সন্তানদের পরীক্ষা নিয়ে অভিভাবক মহল চরম ভাবে উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
চিতলমারী উপজেলা প্রাথমিক শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে, এ উপজেলায় ১১১ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট ৫২৬ জন শিক্ষক রয়েছেন। এদের মধ্যে সহকারি শিক্ষক ৪৮৫ জন। তারমধ্যে দীর্ঘদিন ধরে ৭০ টি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূণ্য। উপজেলায় প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত কমপক্ষে ১৩ হাজার শিক্ষার্থী রয়েছে। যাদের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা ২ ডিসেম্বর শুরু হবে।
বাংলাদেশ সহকারি শিক্ষক সমিতি চিতলমারী উপজেলা শাখার সভাপতি কাজী কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক খোকন মন্ডল বলেন, ‘শাহাবাগের কর্মসূচিতে পুলিশের বর্বরোচিত নির্মম জল কামান ও সাউন্ড গ্রেনেডের হামলায় শতাধিক শিক্ষক আহত এবং ফাতেমা নামে একজন শিক্ষক নিহত হয়েছেন। তিন দফা আমাদের প্রাণের দাবী। তাই দাবী আদায় না হওয়া পর্যন্ত তৃতীয় প্রান্তিক মূল্যায়ন (বার্ষিক) পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত নিয়েছি।’
শিক্ষার্থী অভিভাবক আসমা বেগম, কাবেরী বিশ্বাস, বশির আহম্মেদ ও সোলাইমান খান বলেন, ‘সহকারি শিক্ষকদের এ সিদ্ধান্ত আমাদের উদ্বিগ্ন-উৎকণ্ঠার মধ্যে ফেলেছে। তাঁরা পরীক্ষার আগে বা পরে অন্য কোন সিদ্ধান্তে যেতে পারতেন।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অচ্যুতানন্দ দাস বলেন, ‘আমি শিক্ষকদের পরীক্ষা বর্জনের পত্রটি পেয়েছি। তাদের পরীক্ষার হলে যেতে বলেছি। তারা যদি পরীক্ষা না নেন, তাহলে প্রধান শিক্ষকরা পরীক্ষা গ্রহণ করবেন।’ চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাজ্জাদ হোসেন বলেন, ‘প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সাথে আমার কথা হয়েছে। প্রয়োজনে তিনি প্রধান শিক্ষকদের দিয়ে পরীক্ষা নিবেন। কোমলমতি শিক্ষার্থীদের পরীক্ষা অবশ্যই হবে।’ #

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট